মেসি ঝলকে বার্সার বড় জয়
ঢাকা: স্প্যানিশ লা লিগায় লিওনেল মেসির রেকর্ড ২৪তম হ্যাটট্রিকে রায়ো ভায়োকানোর বিপক্ষে ৬-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।
রোববার ন্যু ক্যাম্পে রবিবারসীয় মহারণের পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লিগ পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে বার্সা।
২৬ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট কাতালন জায়ান্টদের। সমান সংখ্যক ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে লস ব্লাঙ্কোসরা। যারা একদিন আগে সান ম্যামেস স্টেডিয়ামে অ্যাথলেটিক ক্লাবের কাছে ১-০ গোলে হেরেছিল।
২৫ ম্যাচ খেলে ঝুঁলিতে ৫৪ পয়েন্ট পুরে টেবিলের তিন নম্বর অ্যাটলেটিকো মাদ্রিদ। পরের দুটি স্থান ভ্যালেন্সিয়া ও সেভিয়ার দখলে।
অনেক রেকর্ডের ম্যাচে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ধরে ফেলেছেন মেসি। চলতি মৌসুমে ২৬ ম্যাচ খেলে ৩০ গোল করতে পেরেছেন ফুটবলের ক্ষুদে যাদুকর। অবশ্য ২৩ ম্যাচ খেলে সমান সংখ্যক গোল রোনালদোরও। কিন্তু সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সের বিচারে সিআরসেভেনকে ছাপিয়ে গেছেন এলএমটেন।
ন্যু ক্যাম্পে প্রথমার্ধটা বেশ নিস্তরঙ্গই ছিল। উরুগুয়ান ফুটবলার লুইস সুয়ারেস খেলার পাঁচ মিনিটে জাভি হার্নান্দেজের পাস থেকে অচলাবস্থা ভাঙলেও খেলায় প্রভাব বিস্তার করতে পারছিল না বার্সা।
তবে বিরতি থেকে ফিরে প্রতিপক্ষ ডিফেন্ডার টিটো দুই হলুদ কার্ডের খাঁদে কাটা পড়লে দারুণ মওকা পেয়ে যায় বুলাগ্রানারা। শিগগিরই স্কোরলাইন ২-০ করেন জেরার্ড পিকে। খেলার ৪৯ মিনিটে সুয়ারেসের শট প্রতিপক্ষ গোলকিপার ক্লিয়ার করলে ফিরতে বল জালে জড়ান স্প্যানিশ ডিফেন্ডার।
৫৬ মিনিটে পেনাল্টি থেকে স্কোরশিটে নাম লেখান মেসি। যদিও এর আগে অনেক নাটক উপহার দিয়েছেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে প্রথম বার স্পট কিক নিতে গিয়ে সাফল্য দেখাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু যথাযথভাবে কিক না নেয়ায় রেফারি সেই শট বাতিল করে। এরপর দ্বিতীয় প্রচেষ্টায় গোল আদায়ে আর কোন ভুল করেননি লিও।
ম্যাচে নিজের প্রথম গোল পাওয়ার পর উজ্জিবিত মেসি ১২ মিনিটের ব্যবধানে আরো দুই গোল আদায় করেন বার্সা প্রাণ ভোমরা। আর লা লিগায় সর্বোচ্চ ২৪টি হ্যাটট্রিক করার নজির স্থাপন করেন তিনি। এর আগে মেসি ও রোনালদো দুজনই ২৩টি করে হ্যাটট্রিক নিয়ে একই বিন্দুতে অবস্থান করছিল। শেষে ভায়োকানোর কফিনে শেষ পেরেকটিও ঠুঁকেন সুয়ারেস।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এমএম
নিউজবাংলাদেশ.কম