News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৫, ৮ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৪৯, ১৭ জানুয়ারি ২০২০

একই দিনে দুই রেকর্ড সাঙ্গার

একই দিনে দুই রেকর্ড সাঙ্গার

ঢাকা: কুমার সাঙ্গাকারার ব্যাটে বসন্ত বাতাস চলছেই।

বাংলাদেশ ও ইংল্যান্ড ম্যাচের পর প্রতাপশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সেঞ্চুরির হ্যাটট্রিক পূর্ণ করলেন শ্রীলঙ্কান ব্যাটিং কিংবদন্তি। রোববার পৃথিবীর প্রথম ব্যাটসম্যান হিসেবে এমন কীর্তির মালিক হলেন ৩৭ বছর বয়সী মাতালি মায়েস্ত্রো। একই দিনে শচীন টেন্ডুলকারের পর ধরার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রানের অভিজাত ক্লাবে নাম লেখান সাঙ্গাকারা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলায় দলটির পার্ট টাইম বোলার গ্লেন ম্যাক্সওয়েলকে লেগ সাইডে ঠেলে দু রান নিয়ে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাঙ্গাকারা। ক্যারিয়ারের ৪০২তম ওয়ানডে ম্যাচে এসে। ৪১.৫৫ স্ট্রাইক রেটে এই রান সংগ্রহ করেন বামহাতি উইকেটকিপার ব্যাটসম্যান। ৪৬৩ ওয়ানডে ম্যাচ খেলে ১৮৪২৬ রান নিয়ে তালিকার সবার ওপরে ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার। আর সাঙ্গার পরে ১৩ হাজার ৭০৪ রান নিয়ে টেবিলেল তিন নম্বরে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।

নিউজবাংলাদেশ/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়