ইংল্যান্ড ঘায়েলে মাশরাফির পরিকল্পনা
ঢাকা: বিশ্বকাপে স্বপ্নপূরণ করতে টাইগারদের দরকার আর মাত্র একটি জয়। আর স্বপ্নপূরণে সোমবার ইংল্যান্ডকে হারানোর টার্গেটই টাইগারদের। ইংলিশদের ঘায়েল করতে ইতিমধ্যে নিজের পরিকল্পনাও করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অ্যাডিলেডে ইংল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফি-সাকিবরা। ইংলিশদের বিপক্ষে ম্যাচ নিয়ে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, “আগের ম্যাচের মতোই ইংল্যান্ড ম্যাচে একজন স্পেশালিস্ট স্পিনার খেলানোর সম্ভাবনা রয়েছে। অবশ্য কন্ডিশনই এক্ষেত্রে মুখ্য বিবেচনার বিষয়।”
এছাড়া তিনি বলেন, “কম্বিনেশনের কথাও মাথায় রাখেই দল সাজাতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে আমরা নিজেদের সেরা দলটাই নির্বাচন করার চেষ্টা করব, যা ইংল্যান্ডের জন্য কঠিন পরিস্থিতির সৃষ্টি করতে পারবে। তবে মাঠে একজন অতিরিক্ত স্পিনারের অভাববোধ করছি আমি। যদিও কন্ডিশন কখনো বিষয়টিকে সমর্থন করে না। কিংবা দলীয় কম্বিনেশন বিষয়টির পথে বাধা হয়ে দাঁড়ায়।”
ইংল্যান্ডের বিপক্ষে কেমন দল সাজাবেন এমন প্রশ্নে নড়াইল এক্সপ্রেস বলেন, “আমি আগেই বলেছিলাম এই কন্ডিশনে আমাদের জন্য উইনিং কম্বিনেশন ধরে রাখা সহজ কোনো বিষয় নয়, খাপও খায় না। সেজন্য আমাদের এমন একটি দল চূড়ান্ত করতে হবে যা প্রতিপক্ষকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলতে পারে।”
ইমরুল কায়েস ইংল্যান্ডের বিপক্ষে একাদশে থাকবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “সবেমাত্র ইমরুল দলে যোগ দিয়েছে। নেটেও অংশ নিয়েছে অনুশীলন করছে। বিজয় না থাকায় ওপেনিংয়ে অবশ্যই তার খেলার সম্ভাবনা রয়েছে। আশা করব সে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারবে। এটা তার জন্য ভালো সুযোগ। কেননা প্রাথমিকভাবে সে দলে ছিল না। সুতরাং এখন সে ভালো কিছু করে দেখাতে পারে।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম
নিউজবাংলাদেশ.কম