News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০২, ৮ মার্চ ২০১৫
আপডেট: ০১:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশ ম্যাচকে চাপ মানছেন ইংল্যান্ড কোচ

বাংলাদেশ ম্যাচকে চাপ মানছেন ইংল্যান্ড কোচ

ঢাকা: সোমবার বাংলাদেশের বিপক্ষে বাঁচন-মরণ ম্যাচে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ইংল্যান্ড কোচ পিটার মুরস। অ্যাডিলেডের ম্যাচটিকে ‘চাপ’ হিসেবেও মানছেন তিনি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে চাপ তো নিত্যসঙ্গী। সুতরাং ঠিক সময়ে শিষ্যরা জ্বলে উঠবে এই প্রত্যাশা ৫২ বছর বয়সী ইংলিশ কোচের।

২০১৫ বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচে মাত্র একবার জয়ের বন্দরে তরী ভেড়াতে পেরেছে ইংল্যান্ড, হেরেছে তিনটিতে। এই অবস্থায় শেষ আটের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে শেষ দুটি ম্যাচেই জয়ের বিকল্প নেই ক্রিকেটের গোড়াপত্তনকারীদের। এই বিষয়টিকে বড় চাপ হিসেবে মানছেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ পিটার মুরস। সাবেক সাসেক্স ক্রিকেটার বলছেন, ‘আমরা আগের ম্যাচগুলোয় ভালো খেলতে পারিনি। এজন্য অবশ্যই আমাদের ওপর চাপ রয়েছে। আর এটাও আমাদের অজানা নয় যে বাংলাদেশ ম্যাচই আমাদের শেষ লাইফলাইন।’

চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনাকেও খুব বেশি কানে তুলতে চাচ্ছেন না মুরস। ইংল্যান্ড কোচের ভাষ্য, ‘চাপকে বশ্যতা মানানোর দক্ষতা আছে আমাদের। কেননা আন্তর্জাতিক ক্রিকেটে এটা নিত্যসঙ্গী। এ বিষয়ে আমরা সচেতন। আর চাপকে মোকাবেলার জন্য এখন আমরা মুখিয়ে আছি।’ বিশ্বকাপের এই অভিজ্ঞতাকে নতুন ক্রিকেটারদের জন্য একটা শিক্ষাও মানছেন মুরস। তিনি বলেন, ‘যোগ্যরাই কেবল আন্তর্জাতিক ক্রিকেটে শাসন করতে পারে। এক্ষেত্রে কোনো আপোস হয়না। সুতরাং সিনিয়র ক্রিকেটারদের অন্যদের সাহায্য করার আলাদা একটা দায়িত্ব থাকে।’

সবশেষে সাক্ষাৎকারের শেষ অংশে বাংলাদেশের জন্য একটা সতর্কবার্তাও দেন মুরস। ইংল্যান্ড কোচ বলেন, ‘ঐতিহ্যগতভাবেই অ্যাডিলেডের পিচ ব্যাটিংবান্ধব। সুতরাং সোমবারের ম্যাচে অনেক রান হবে আশা করছি। এটাও আমাদের অজানা নয় যে দ্রুত উইকেট শিকার করে চাপকে উল্টো বাংলাদেশের দিকে ঠেলে দেয়া সম্ভব।’

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়