News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৬, ৮ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৫০, ১৭ জানুয়ারি ২০২০

নিউজিল্যান্ডের টানা পাঁচ

নিউজিল্যান্ডের টানা পাঁচ

ঢাকা: চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচ, প্রতিপক্ষকে পাঁচ বার অলআউট করা, পাঁচ জয়- বিশ্বকাপে দুরন্ত ফর্ম অব্যাহত টুর্নামেন্টটির সহ-আয়োজক নিউজিল্যান্ডের। রোববার নেপিয়ারের ম্যাকলারেন পার্কে আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানকে ইনিংসের ৮৩ বল বাকি থাকতে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে কিউইরা।

ড্যানিয়েল ভেট্টোরির ৩০০ উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছানোর দিনে প্রথমে ব্যাট করা আফগানিস্তানকে ১৮৬ রানে বেধে ফেলে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করা মোহাম্মদ নবি বাহিনীর ইনিংস ৪৭.৪ ওভারে গুটিয়ে যায়। অবশ্য ১৯.৫ ওভারে ৫৯ রানেই আফগানরা ছয় উইকেট হারিয়ে ফেলে। এরপর সলিমুল্লাহ শেনওয়ারি ও নাজিবুল্লাহ জাদরানের সপ্তম উইকেটের রেকর্ড ৮৬ রানের পার্টনারশিপে কিছুটা মানরক্ষা হয় দলটির।

৫৬ বল মোকাবেলা করে সর্বোচ্চ ৫৬ রান করেন নাজিবুল্লাহ। তার ইনিংসটিতে দুটি ওভার বাউন্ডারির সাথে আটটি চারের মার ছিল। ১১০ বল খেলে ৫৪ রান করেন সামিউল্লাহ শেনওয়ারি। ২৭ রান এসেছে টপ অর্ডার ব্যাটসম্যান নওরোজ মঙ্গলের ব্যাট থেকে। এর আগে টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তানের ইনিংসের শুরুতেই আঘাত হানেন ট্রেন্ট বোল্ট। ইনিংসের দ্বিতীয় ওভারে জাভেদ আহমেদিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কিউই পেসার। উসমান ঘানি, মোহাম্মদ নবি, নওরোজ মঙ্গল ও আফসার জাজাইকে দ্রুত ফেরান বর্ষীয়ান ডেনিয়েল ভেট্টোরি। বাকি কাজটুকু সারেন বোল্ট আর কোরি অ্যান্ডারসন। ফলে ৪৮তম ওভারেই গুটিয়ে যায় আফগানরা।

ছোট্ট এই লক্ষ্য তাড়ায় যথারীতি দাপুটে শুরু করে টুর্নামেন্টের সবচেয়ে বিধ্বংসী মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককুলামের উদ্বোধনী জুটি। ১৯ বলে ঝড়ো ৪২ রান করে মোহাম্মদ নবির বলে বোল্ড আউট হন ব্রেন্ডন। সেটা ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলের ঘটনা। এরপর কিউইদের ইনিংসে রানরেটের গতিটা কিছুটা শ্লথ হয়ে পড়ে। ফলে ১৮৭ রানের লক্ষ্য মাড়াতে চারটি উইকেট আর ৩৬.১ ওভার ব্যয় করতে হয় নিউজিল্যান্ডকে। ৭৬ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন গাপটিল। ৩৩ রান এসেছে কেন উইলিয়ামসনের ব্যাটে। ১৯ রান করে রান আউটের শিকার হন গ্রান্ট এলিয়ট। আফগানিস্তানের শাপুর জাদরান ও মোহাম্মদ নবি একটি করে উইকেট নেন। ১০ ওভার বল করে চারটি মেডেনের সহিত চারটি উইকেট দখল করে ম্যান অব দ্য ম্যাচ ভেট্টোরি। এদিন ৬০ বলে মাত্র ১৮ রান ব্যয় করেন ব্লাক ক্যাপস কিংবদন্তি।

নিউজবাংলাদেশ.কম/এফকে

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়