১৮৬ রানে অলআউট আফগানিস্তান
ঢাকা: আগের ম্যাচে অস্ট্রেলিয়ার পেসারদের তোপে মাত্র ১৪২ রানে অলআউট হয়েছিল আফগানরা। এবার নিজেদের পঞ্চম ম্যাচে বিশ্বকাপের আর এক স্বাগতিক দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৬ রানে অলআউট হয়েছে তারা। নিউজিল্যান্ডের অভিজ্ঞ বিষাক্ত স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি ১০ ওভার বল করে মাত্র ১৮ রানে শিকার করেন চার উইকেট।
এই ম্যাচটিতে শেষ পর্যন্ত কী ফল হবে সেটা মোটামুটি সবারই জানা। তবে আফগানদের চেষ্টাই হল, বিশ্বকাপে ভালো কিছু অর্জন করে নিজেদের আরো এগিয়ে নেয়া। কারণ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের। অন্যদিকে টানা জয় নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা নিউজিল্যান্ড শেষ আটের টিকেট আগেই নিশ্চিত করেছে। তবে এই ম্যাচটির মধ্য দিয়ে প্রথম আফগান ক্রিকেটার হিসেবে ৫০তম ওয়ানডে খেলার মাইলফলকে পৌঁছে গেলেন অধিনায়ক মোহাম্মদ নবি।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এ দিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়েছে মরুর দেশের দলটি। দলীয় তিন রানের মধ্যেই আফগানদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। জাভেদ আহমেদ ১ ও উসমান গানি শূন্য রানেই সাজঘরে ফেরেন।
ওয়ানডাউনে ব্যাট করতে নেমে নওরাজ মঙ্গল দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টাকে সফল হতে দেয়নি নিউজিল্যান্ডের অভিজ্ঞ স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। ওসমান গানির মতোই নওরোজকে সরাসরি বোল্ড করেন তিনি। সাজঘরে বিদায় নেয়ার আগে তিনি ব্যক্তিগত ২৭ রান সংগ্রহ করেন।
এরপর সামিউল্লাহ শেনওয়ারির অর্ধশতকে কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। সামিউল্লাহ লম্বা সময় উইকেটে থেকে দলকে রক্ষার চেষ্টা করলেও উইকেটের অন্যপ্রান্তে কেউ দাঁড়াতেই পারছে না। দলীয় ৫৯ রানে ছয় উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি।
এরপর সপ্তম উইকেটে সামিউল্লার সঙ্গে জুটি গড়েন নাসিবুল্লাহ জাদরান। দুজনে মিলে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। তারা দুজন মিলে ৮৬ রানের জুটি করেন। নাজিবুল্লাহ ৮৪ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করে অ্যাডাম মিলনের বলে টেলরের হাতে ক্যাচ আউট হলে আফগানদের সংগ্রহ তখন ৩৮.৩ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৫ রান।
এরপর আবারও উইকেটের অন্যপ্রান্তে ভাঙন ধরায় নিউজিল্যান্ডের বোলাররা। দীর্ঘক্ষণ উইকেটে থাকা নাজিবুল্লাহ দলীয় ১৫১ রানের মাথায় ব্যক্তিগত ৫৪ রানে আউট হলে আর বেশি এগুতে পারেনি তারা। নাজিবুল্লাহ ১৭৩ বল মোকাবেলা করে এ রান করেছেন পাঁচটি বাউন্ডারি ও একটি ছক্কায়। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ১৮৬ রানে অলআউট হয় তারা।
নিউজিল্যান্ডের পক্ষে ড্যানিয়েল ভেট্টোরি মাত্র ১৮ রান খরচ করে একাই চারটি উইকেট শিকার করেন। এছাড়া ট্রেন্ট বোল্ট নেন তিনটি উইকেট।
নিউজবাংলাদেশ.কম/এসএস/
নিউজবাংলাদেশ.কম