News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০০, ৭ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৩৪, ২১ জানুয়ারি ২০২০

ক্রেয়ার্নসকে ছাড়ালেন ভিলিয়ার্স

ক্রেয়ার্নসকে ছাড়ালেন ভিলিয়ার্স

ঢাকা: অবশেষে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা-বধ করল পাকিস্তান। চার বারের প্রচেষ্টার পর। শনিবারসীয় ইডেন পার্কে প্রোটিয়াদের বিপক্ষে ডিএলএফ মেথডে ২৯ রানে জয় পেয়েছে মিসবাহ উল হক বাহিনী। তবে পাকদের জয়ের দিনে ৫০ ওভারের ক্রিকেটে আরেকটি নজির নিজের করে নিয়েছেন ওয়ানডে ক্রিকেটের দ্রুততম শতকের মালিক। এদিন ৫০ ওভারি ক্রিকেটে ছক্কা মারার দক্ষতায় নিউজিল্যান্ডের ক্রিস কেয়ার্নসের ১৫৩-কে ছাড়িয়ে তালিকার নয় নম্বরে উঠে এসেছেন প্রোটিয়া অধিনায়ক। নামের পাশে ১৫৫টি ছক্কা এবিভির।

অবশ্য এক দিনের ক্রিকেটে ছক্কা মারার ইঁদুর দৌড়ে সবার ওপরের নামটি পাকিস্তানের শহীদ আফ্রিদির। ৩৯৬ ম্যাচে সর্বোচ্চ ৩৫০টি ছক্কা হাঁকিয়েছেন ‘বুম বুম’। ২৭০টি ছক্কা মেরে তালিকার দুই নম্বরে শ্রীলঙ্কার সনাথ জয়সূরিয়া। ওয়েস্ট ইন্ডিজ দানব ক্রিস গেইল তালিকার তিন নম্বরে। জ্যামাইকান ব্যাটসম্যানের নামের পাশে ২৩০টি ছক্কা। টেবিলের চার নম্বরে থাকা মাস্টার ব্লাস্টারের ওভার বাউন্ডারির সংখ্যা ১৯৫টি। পাঁচ নম্বরে আরেক ভারতীয়- তিনি সৌরভ গাঙ্গুলি। ১৯০টি ছক্কা মারেন ‘প্রিন্স অব ক্যালকাটা’। এরপর যথাক্রমে তালিকার ছয়, সাত ও আটে আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলাম, ভারতের মহেন্দ্র ধোনি ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ১৮০, ১৭৯ ও ১৬২টি ছক্কা এই ত্রয়ীর।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়