টসে হেরে ব্যাট করছে আয়ারল্যান্ড
ঢাকা: বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ দুই দলের সামনেই। আজ শনিবারের ম্যাচে যারা জিতবে তাদেরই শেষ আটে জায়গা প্রায় পাকা হয়ে থাকবে। আর হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত। এমনই এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।
নিজেদের বাঁচা মরার লড়াইয়ে শনিবার হোবার্টের বেলেরিভ ওভালে টসে জিতে আয়ারল্যান্ডকেই ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুম্বুরা। টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে আইরিশরা।
এ প্রতিবেন খেলা পর্যন্ত ২০.১ ওভারে দুই উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। ক্রিজে আছে অ্যাড জয়েস (৩৮) ও অ্যান্ডু বালবিরনি (৪)।
আয়ারল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান উইরিয়াম পিটারফোল্ড ২৯ ও পল স্টারলিং ১০ রান করে সাজঘরে ফিরেছেন।
নিউজবাংলাদেশ.ডটকম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম