News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫৫, ৭ মার্চ ২০১৫
আপডেট: ০৯:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২০

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টির হানা

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টির হানা

ঢাকা: আগের দিনই ধারণা করা হয়েছিল, শনিবারের পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হতে পারে। সত্যি সত্যি ঘটলোও তাই। খেলা শুরু পর অকল্যান্ডে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ম্যাচটি এখন বন্ধ রয়েছে। টসে হেরে পাকিস্তান ব্যাটিং শুরু করলে খেলার ৩৭ ওভার থেকে হালকা বৃষ্টি শুরু হয়।

 

এর আগে অকল্যান্ডের ইডেন পার্কে টসে হেরে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল পাকিস্তান। এ রিপোর্ট লেখার সময় খেলা যখন বন্ধ হয়ে গেছে তখন পাকিস্তানের রান ৪০.১ ওভারে ৫ উইকেটে ১৯৭। ক্রিজে আছেন মিসবাহ-উল হক ৫১ রান এবং আফ্রিদি শূন্য রান নিয়ে ১১ রানে।

ওপেনার আহমেদ শেহজাদের সঙ্গে উদ্ধোধনি জুটি বাঁধে সরফরাজ আহমেদ। দুজনের আত্মবিশ্বাসী শুরু দেখেই মনে হচ্ছিল আজ দিনটা পাকিস্তানেরও হতে পারে। এরপর খেলার নবম ওভারে কাইল অ্যাবটের বলে ডেল স্টেইনের অসাধারণ এক ক্যাচের শিকার হয়ে ফিরে যান ওপেনার আহমেদ শেহজাদ।

ওয়ানডাউনে ব্যাট করতে নামেন ইউনিস খান। পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যানকে সঙ্গে নিয়ে আক্রমাণাত্মক হয়ে উঠেন সরফরাজ আহমেদ। ডুমিনিকে এক ওভারে পর পর দুবার ছক্কাসহ তিনবার ওভার বাউন্ডারি মেরে পাকিস্তানের রানের চাকা অসাধারণভাবে বাড়িয়ে তোলেন। কিন্তু সেই ধারা বেশিক্ষণ রক্ষা করতে পারিনি তিনি। ১৭তম ওভারে এসে ফিল্ডারের হাতে বল রেখে দ্বিতীয় রান নিতে যান সরফরাজ। ততক্ষণে তার সংগ্রহ হয় ৪৯ বলে ৪৯ রান। এতে ৫টি বাউন্ডারি আর তিনটি ছক্কা রয়েছে।

দলীয় ১৩২ রানে ফিরে যান ইউনিস খানও। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে খেলেন ৩৭ রানের এক ইনিংস খেলেন তিনি। ৩২তম ওভারের শেষ বলে আউট হন শোয়েব মাকসুদ। ১৬ বলে আট রান করে ফেরেন তিনি। ৩৭তম ওভারের শেষ বলে মর্কেলের বলে মিডউইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উমর আকমল।

নিউজবাংলাদেশ.কম/ এসএস/ এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়