News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৭:১৩, ১৭ জানুয়ারি ২০২০

আফগানদের পার্থক্য ​বোঝালো বাংলাদেশ

আফগানদের পার্থক্য ​বোঝালো বাংলাদেশ

ম্যাচের শুরু থেকেই আফগানদের শরী​রী ভাষায় ফুটে উঠছিল আত্মবিশ্বাস। উল্টোদিকে বাংলাদেশের খেলায় আত্মবিশ্বাসের ঘাটতিটা প্রকাশিত হয়ে পড়ছিল বারবারই। বাংলাদেশি ব্যাটসম্যানদের চেপে ধরে গত বছরের এশিয়া কাপকে ক্যানবেরায় টেনে নিয়ে আসার সম্ভাবনাও তৈরি করেছিল আফগান বোলাররা।

কিন্তু এশিয়া কাপের ছায়া থেকে বেড়িয়ে এসে বিশ্বাকাপে বাংলাদেশের ইনিংসের মধ্যভাগেই পাল্টে গেল সবকিছু। সাকিব আল হাসান আর মুশফিকুর রহমান—দলের সবচেয়ে অভিজ্ঞ ও সেরা দুই ব্যাটসম্যানের যুগলবন্দী বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসল খেলায়। ২৬৭ রানের সংগ্রহে আফগানদের চ্যালেঞ্জের মুখে ফেলে মাশরাফি, তাসকিন, রুবেলরা যেন দিন শেষে বুঝিয়ে দিলেন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের পার্থক্যের বিষয়টা।
হ্যাঁ, বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয়ী বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা নিয়ে নানা ধরনের শঙ্কা ছিল, ছিল বিভিন্ন মুখী জল্পনা-কল্পনা, কিন্তু সবকিছুকে মিথ্যে প্রমাণ করে শেষ অবধি বাংলাদেশের জয়ের কেতাটা কিন্তু চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিচ্ছে ক্রিকেটে বাংলাদেশকে ছাড়িয়ে যেতে এখনো ঢের বাকি আফগানদের। দলটি সম্ভাবনাময় হতে পারে, প্রতিভায় দেদীপ্যমান হতে পারে, কিন্তু বাংলাদেশের তুলনায় তাদের অবস্থানটা অনেক পেছনেই।
১০৫ রানের বিশাল জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাসটা অন্যমাত্রাই পাচ্ছে।

এসএন/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়