News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০৫, ৭ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০২০

টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

ঢাকা: বিশ্বকাপে ‘বি’ গ্রুপের খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন ব্যাট করছে পাকিস্তান। শনিবার অকল্যান্ডে গুরুত্বপূর্ণ এ খেলায় দক্ষিণ আফ্রিকা টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। এ প্রতিবেদন খেলা পর্যন্ত ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান ১৫৬ রান সংগ্রহ করেছে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত-ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল পাকবাহিনী। এরপর সহজ দুই প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে পাকিস্তান শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে। বিশ্বকাপে দুর্দান্ত গতিতে অগ্রসরমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ জিততেই হবে মিসবাহদের।

বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করতে পাকিস্তানের জয় ছাড়া আর কোনো পথই নেই। হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

পাকিস্তান একাদশ: আহমেদ শেহজাদ, সফরাজ আহমেদ, ইউনুস খান, মিসবাহ উল হক, সোয়েব মাকসুদ,উমর আকমল,শাহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, রাহাত আলী ও মোহাম্মদ ইরফান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস, এবিডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডেইল স্টেইন, কাইল অ্যাবোট, মারনে মার্কেল রিলে রুশো,ও ইমরান তাহির।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়