News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১২:২১, ৮ ফেব্রুয়ারি ২০২০

২৬৭ রানে শেষ হলো বাংলাদেশের ইনিংস

২৬৭ রানে শেষ হলো বাংলাদেশের ইনিংস

তিন ওভার না জেতেই তিনটি মূল্যবান উইকেট হারিয়ে ফেলেছে আফগানিস্তান। দুটি উইকেটই নিয়েছেন রুবেল হোসেন।

বিশ্বকাপে প্রথম খেলায় আফগানিস্তানকে সব উইকেট হারিয়ে ২৬৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ক্যানবেরার ম্যানুকা ওভালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে বেশ সতর্ক ছিলেন ওপেনার দুই ব্যাটসম্যান।

প্রথম উইকেট পড়ে ৪৭ রানের মাথায়। ১৯ রান করে আউট হয়ে যান তামিম ইকবাল। কিছুক্ষণের মধ্যেই ২৯ রানে আউট হন এনামুল। খানিক পরে চলে যায় আরো দুটো উইকেট। ১১৯ রানে চার উইকেট হারিয়ে কিছুক্ষণ চাপে মুখে ছিল বাংলাদেশ। তবে দলকে সেই চাপ কাটিয়ে উঠতে সাহায্য করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম ৫৬ বলে ৭১ রান করেন।

সাকিব আল হাসানের সংগ্রহ ৬৩ রান। আফগান বোলারদের মধ্যে দুটো করে উইকেট নিয়েছেন আফতাব আলম ও হামিদ হোসেন।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে আফগানিস্তান। নির্ভীক ক্রিকেট খেলে এরই মধ্যে নজর কেড়েছে নবাগত এই দলটি।

গত বছর বাংলাদেশের সাথে আফগানিস্তান শেষ মুখোমুখি হয়েছিল এশিয়া কাপের একদিনের আন্তর্জাতিক ম্যাচে।

বাংলাদেশে বসেই স্বাগতিকদের হারিয়ে দিয়েছিল দলটি।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়