আঙুল ভেঙে দলের বাইরে করুনা
শ্রীলংকা দলে প্রসন্ন
ঢাকা: আঙুলে চোট পাওয়ায় বিশ্বকাপ শেষ হয়ে গেছে শ্রীলংকার দিমুথ করুনারত্নের। তার পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার সিকুগে প্রসন্ন। শনিবার আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা- আইসিসি এই অদল-বদলে অনুমোদন দিয়েছে।
এ বিষয়ে শ্রীলংকা দলের প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার সনাথ জয়াসুরিয়া জানান, বৃহস্পতিবার দলের অনুশীলন চলাকালে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পান দিমুথ করুনারত্নে। এরপর এক্স-রে রিপোর্টে দেখা যায়, তার বাঁ-হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে গেছে। সেরে উঠতে তার চার সপ্তাহের মতো সময় লাগবে।”
২৯ বছর বয়সী অল রাউন্ডার প্রসন্ন ডানহাতি ব্যাটসম্যান ও বল হাতে লেগ স্পিনার। শ্রীলংকার হয়ে এখন পর্যন্ত ২২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। চলতি বিশ্বকাপে প্রসন্ন লংকান দলে তৃতীয় পরিবর্তিত খেলোয়াড়।
এবারের বিশ্বকাপে চোট নিয়ে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে শ্রীলংকাকে। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে বাঁ-হাতের আঙুলে চোট পান স্পিনার রঙ্গনা হেরাথ। তার সুস্থ হতে আরও পাঁচ-ছয়দিন লাগতে পারে বলে জানিয়েছেন মাহেলা জয়াবর্ধনে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/একে
নিউজবাংলাদেশ.কম