News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩১, ৫ মার্চ ২০১৫
আপডেট: ২০:৪৫, ১৭ জানুয়ারি ২০২০

দলীয় প্রচেষ্টায় এই জয়

দলীয় প্রচেষ্টায় এই জয়

ঢাকা: বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়েই জিতেছে টাইগাররা।

ম্যাচে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হাঁকাতে পারেনি জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল খান। তবে দেশের হয়ে বিশ্বকাপে এখন ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ের কৃতিত্ব দলের সতীর্থদের বলেই জানিয়েছেন দেশ সেরা এ উদ্বোধনী ব্যাটসম্যান।

বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে স্কটল্যান্ডের দেয়া ৩১৯ রানের লক্ষ্য টপকিয়ে ঐতিহাসিক জয় শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, “এ জয় পুরোপুরি দলীয় প্রচেষ্টায় হয়েছে। হয়তো আমি রান সবচেয়ে বেশি করেছি। কিন্তু আমি মনে করি, মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, সাব্বির সবারই ইনিংসই সমান গুরুত্বপূর্ণ ছিল।”

প্রসঙ্গত ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৩১৩ রান করে জিতেছিলো ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ১৫৪ রানের দারুণ ইনিংস খেলেছিলেন তামিম। এবারও তিনি ৯৫ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে জয়ের পথ দেখিয়ে মাঠ ছাড়েন।

তামিম বলেন, “আমাদের মতো দলের একজন-দুইজন ভালো করলে এতো বড় লক্ষ্য তাড়া করা সম্ভব হয় না। আমাদের তিন-চার জনের পারফর্ম করতে হয়, যেটা আজকে হয়েছে। এটা পুরোপুরি দলীয় প্রচেষ্টা ছিল। জয়ের জন্য ব্যাট করতে নামার আগে আমাদের একটা ‘টিম মিটিং’ হয়েছিল। সেখানে কোচ আমাদের বলেছিলেন, রানের কথা চিন্তা না করতে। প্রথমে ব্যাট করলে যেমন খেলতাম, সেভাবে ব্যাট করতে বলেছিলেন তিনি।”

নিজের ব্যাটিং নিয়ে সাংবাদিকদের জানান, উইকেট দারুণ ভালো ছিলো। ব্যাট করে উপভোগ করছিলাম। আউটফিল্ড খুব দ্রুত ছিল। আমাদের বেশি কিছু করতে হয়নি। টাইমিং ঠিক হলে বল উড়ছিল।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়