News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:১০, ৫ মার্চ ২০১৫
আপডেট: ০২:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০২০

মুশফিকের ৬০ রানের ঝড়ো ইনিংস

মুশফিকের ৬০ রানের ঝড়ো ইনিংস

ঢাকা: আইসিসির ক্রিকেট বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ৪২ বলে ৬০ রানের নান্দনিক ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।

বৃহস্পতিবার নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের জয়ের টার্গেট ব্যাট করতে নেমে এ ঝড়ো ইনিংস খেলেন মুশফিক। তাতে ছয়টি বাউন্ডারি ও দুটি বিশাল ছক্কার রয়েছে। বাংলাদেশে দলীয় রান তখন ৩৭ ওভারে চার উইকেটে ২৪৭ রান।

ওয়ানডে ক্রিকেটে মুশফিকের এটি ২০ অর্ধশতক। জাতীয় দলের ২৬ বছর বয়সী উইকেট রক্ষক ও ব্যাটসম্যান দারণ ফর্মে রয়েছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছিলেন তিনি। মুশফিকের আগে এ দিন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ৬২ রানের ইনিংস খেলে আউট হন। এরপর জাতীয় দলের ঝড়ো ওপেনার তামিম ইকবাল ৯৫ রান ঝলমলে ইনিংসে খেলে সাজঘরে ফেরেন।

এ প্রতিবেদন খেলা পযর্ন্ত বাংলাদেশ দলীয় রান ৪৪ ওভারে চার উইকেট হারিয়ে ২৮৭ রান। সাকিব আল হাসান ৩৫ ও সাব্বির রহমান ২৪ রান নিয়ে ব্যাট করছেন। জিততে বাংলাদেশে প্রয়োজন তখন ৩২ বলে ৩১ রান।

নিউজবাংলাদেশ.কম/এসএস/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়