News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১১, ৫ মার্চ ২০১৫
আপডেট: ২০:৪৭, ১৭ জানুয়ারি ২০২০

দ্বিতীয় বাংলাদেশি হিসাবে চার হাজার রান তামিমের

দ্বিতীয় বাংলাদেশি হিসাবে চার হাজার রান তামিমের

ঢাকা: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার উইকেটে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি জাতীয় দলের ঝড়ো ওপেনার তামিম ইকবাল। অবশেষে নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে স্বরূপে ফিরেছেন ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। মাত্র ৫ রানের জন্য বিশ্বকাপে শতক বঞ্চিত হয়েছেন তিনি।

১০০ বল খেলে ৯৫ রানে ঝলমলে ইনিংস খেলে যাওয়া ডিভির বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। তার ইনিংসে নয়টি বাউন্ডারি ও একটি ছক্কার মার রয়েছে। সেঞ্চুরি বঞ্চিত হলেও দীর্ঘ অপেক্ষার পর তিনি পেয়েছে কাঙ্খিত মাইলফলকটির দেখা। অর্থাৎ দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে চার হাজার রানের ক্লাবে সদস্য হয়েছেন তিনি।

এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে চার হাজার রানের কৃতিত্ব গড়েন সাকিব আল হাসান। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক ছুঁলেন তামিম ইকবাল।

নেলসনের স্যাক্সটন ওভালে ওভারের চতুর্থ বলে ওয়ার্ডলকে বাউন্ডারি মেরেই সেই মাহেন্দ্রক্ষণে পৌঁছে যান বাংলাদেশ দলের এ ওপেনার। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে তার রান ছিলো ৩৯৯০ রান। চার হাজার ক্লাবের সদস্যের জন্য তাকে ১০টি রান্য অপেক্ষা করতে হয়েছে এতো দিন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়