সাকিব
ফিল্ডিংয়ে উন্নতি হচ্ছে, পেসারদের দায়িত্ব বেশি
ঢাকা: আইসিসির ক্রিকেট বিশ্বকাপে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে এখনও টাইগারদের দুটি ম্যাচ জিততে হবে। সেই জয়ের জন্য দলের সবাই প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের জয়ের জন্য পেসারদের ওপর দায়িত্ব ছাড়ায় নিজেদের ফিল্ডিংয়ের উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার নিউজিল্যান্ডের নেলসনে নিজেদের প্রস্তুতিশেষে সাংবাদিকদের সাথে এমন কথাই জানান তিনি। এছাড়া দলের স্পিন নিয়ে জাতীয় দলের এ তারকা বলেন, ‘‘ বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছি, সেখানে স্পিনাররা ভালো কিছু করতে পারেনি, তাই আমার মনে হয় না বাকি ম্যাচগুলোতে এ উইকেটে স্পিনাররা সুবিধা পাবে। তাই এখানে ভালো কিছু করার জন্য পেসারদের দায়িত্ব নিতে হবে।’
দলের ফিল্ডিং নিয়ে জানতে চাইলে সাকিব বলেন, ‘‘আমরা সবগুলো ম্যাচে ভালো ফিল্ডিং করেছি। তো কোনো ম্যাচে ভালো ফিল্ডিং হয়, কোনো ম্যাচে খারাপ ফিল্ডিং হয়। এটা ক্রিকেটেরই অংশ। অবশ্য ফিল্ডিংয়ের উন্নতির জন্য আমরা সবাই ভালো করার চেষ্টা করতেছি।’’
বিশ্বকাপের স্বপ্নের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে বাকি তিন ম্যাচের মধ্যে দুটিতে জিততে হবে বাংলাদেশকে। নিউজিল্যান্ড বাদে শক্তির বিচারে স্কটল্যান্ড ও ইংল্যান্ড কিছুটা দুর্বল। তাই সেই দুই জয় দলের জন্য কতোটা চ্যালেঞ্জ এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘‘এটা খুবই পরিষ্কার যে, আমরা এখন দুটি ম্যাচ জিতলেই কোয়াটার ফাইনালে যাবো। তখন কোনো অংক করতে হবে না। আমরা সেই ভাবেই প্রস্তুত হচ্ছি। আশা করছি ভালো কিছু করতে পারবো।’’
‘মুশফিক ও আপনাকে(সাকিব) ব্যাটিং করার পরামর্শ দিয়েছে অনেকেই’ এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে জবাবে সাকিব বলেন, ‘‘এটা কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত। তারা যা ভালো মনে করবে সেটাই হবে। আমার কাছে মনে হয়না এতে খেলোয়াড়রা ভিন্নমত করবে।’’
স্কটল্যান্ডের একজন ভালো পেসার আছে তাকে নিয়ে দলের কোনো পরিকল্পনা হয়েছে কি-না এবং বাকি ম্যাচগুলো নিয়ে দলের পরিকল্পনা ও প্ল্যান কি এমন প্রশ্নে সাকিব বলেন, ‘‘ বিশ্ব ক্রিকেটে সবাই সবার বিষয়ে কম-বেশি জানে। এখন যদি প্ল্যানেই সবকিছু হতো তাইলে মাঠে খেলার কী দরকার? আসলে মাঠে ভালো খেললে সবকিছু ভালো হয়।’’
নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম