প্রস্তুত টাইগাররা, ফিল্ডিং নিয়ে হতাশা
ঢাকা: বিশ্বকাপে ব্যাট বলে ভালো করলেও ফিল্ডিংয়ে ভালো করতে পারছে না টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী শ্রীলংকার কাছে বাজে ফিল্ডিংয়ে হারতে হয়েছে তাদের। দলের ফিল্ডিং নিয়ে হতাশার কথা জানিয়েছেন দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল।
বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটাররা যে বাজে ফিল্ডিং করেছে, তাতে হতাশ হয়েছেন তিনি। তবে পরের ম্যাচে নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটাররা সেরাটা উজাড় করে দেবে এমনটাই তার বিশ্বাস। সোমবার নিউজিল্যান্ডের নেলসনে দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ফিল্ডিংয়ে আমি খুবই হতাশ হয়েছি। বাংলাদেশ দলের অধিনায়কও বলেছেন, ফিল্ডিং ব্যর্থতার কারণেই হেরে গেছে বাংলাদেশ। সুযোগ সৃষ্টি করেও আমরা তা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়, কোনো কোনো ম্যাচে আসলে এমনটা হয়ে যায়। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো- একটি সুযোগ মিসের পর ফিল্ডাররা পরের সুযোগটির জন্য কতটা সজাগ থাকে। যাই হোক, আমাদের ছেলেরা পরের ম্যাচের জন্য প্রস্তুত। সবাই ভালো করতে চায়। স্কটল্যান্ডের ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি, সবাই নিজেদের সেরাটা দেবে।’
কোয়ার্টার ফাইনালে যেতে বাংলাদেশকে কঠিন লড়াই করতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে বাজে পারফরম্যান্স করার পর এটা এখন কতটা বাস্তবসম্মত এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রথম ম্যাচে সুযোগ মিসের পর খেলোয়াড়দের শরীরি ভাষা কিছুটা হলেও বাজে ছিলো। বিশ্বকাপ অনেক বড় মঞ্চ, এখানে অনেক কিছুই করার সুযোগ আছে। আমরা শ্রীলঙ্কাকে হারাতে পারলে আমরা বিশ্বকাপে দারুণ একটি অবস্থানে চলে যেতে পারতাম। দ্বিতীয় রাউন্ডে যেতে চাইলে বাকি ৩ ম্যাচের ২টিতে জয় পেতে হবে। আশা করি, আমরা তা পারব এবং কোয়ার্টার ফাইনালে খেলব।’
ম্যাচের শুরু নিয়ে দলের বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে হ্যালসেল আরও বলেন, ‘শুরুর দিকে ব্রেক থ্রু কেন নেওয়া যাচ্ছে না, তা নিয়ে ম্যাচ শেষে আলোচনা হয়েছে। আজ সোমবার এ নিয়ে কথা হয়েছে। আমরা দলকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। ছেলেদের বুঝিয়েছি, মাঠে যখন তোমরা খেলবে, ভাববে তোমরাই বাংলাদেশ। তোমরা মাঠে একসঙ্গে ১১ জন বাংলাদেশি খেলছ। পাশাপাশি এটাও মনে রাখবে, যারা তোমাদের দেখছে তারা কিন্তু বাংলাদেশকেই দেখছে।’
নিউজবাংলাদেশডটকম/এসএস/এজে
নিউজবাংলাদেশ.কম