News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৬, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৪০, ১৮ জানুয়ারি ২০২০

নিউজিল্যান্ডের পক্ষে শফিউল

নিউজিল্যান্ডের পক্ষে শফিউল

ঢাকা: বিশ্বকাপ ফাইনালে শফিউলের চাওয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে যেন নিউজিল্যান্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়।

শনিবার মুঠোফোনে নিউজবাংলাদেশ.কমকে এমন কথা বলেছেন জাতীয় দলের অন্যতম সেরা এই পেসার।

আইসিসির ক্রিকেট বিশ্বকাপ শেষে দেশে ফিরে জাতীয় দলের ক্রিকেটাররা এখন নিজ নিজ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। টাইগার পেসার শফিউল ইসলাম তার পরিবারের সঙ্গে সময় দিতে গ্রামের বাড়িতে আছেন। বিশ্বকাপে অংশ নিলেও অস্ট্রেলিয়ার উইকেটে বল হাতে স্বপ্ন পূরণ হয়নি। তবে দলের পারফরম্যান্সে দারুণ খুশি তিনি।

বিশ্বকাপের ফাইনালে কোন দল ফেবারিট এমন প্রশ্নে শফিউল ইসলাম বলেন,“বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া বেশি ফেবারিট। তবে আমি ব্যক্তিগত ভাই চাই, নিউজিল্যান্ড যেন বিশ্বকাপ চ্যাস্পিয়ন হয়। ওরা (নিউজিল্যান্ড) কিন্তু বিশ্বকাপে শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলছে। তাই এবারের বিশ্বকাপটা ওদের জন্যই হওয়া উচিত।”

‘নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার কারণ কী’ এ প্রশ্নের উত্তরে শফিউল বলেন, “এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত নিউজিল্যান্ড। প্রথম থেকেই ওরা অসাধারণ ক্রিকেট খেলছে। তাই বিশ্বকাপ ট্রফি নিউজিল্যান্ডের জন্যই প্রাপ্য। তাছাড়া অস্ট্রেলিয়া অনেক বার (চারবার) বিশ্বকাপ জিতেছে নিউজিল্যান্ড এখনও জিততে পারেনি। তাই আমি ব্যক্তিগত ভাবে চাই নিউজিল্যান্ড ভালো খেলেই বিশ্বকাপে জিতুক।”

তিনি বলেন,“অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর গ্রামের বাড়িতে বগুড়ায় চলে এসেছি। এখানে পরিবারের সঙ্গে বেশ কদিন থাকবো। এরপর এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকায় যাব।”

পাকিস্তান সিরিজ নিয়ে জানতে চাইলে জাতীয় দলের এ পেসার বলেন, “পাকিস্তান আসবে এটা শুনেছি কিন্তু কবে থেকে খেলা শুরু হবে এটা জানি না। তাই পাকিস্তান সিরিজের জন্য ক্যাম্পিং কবে থেকে শুরু হবে তাও বলতে পারছি না।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়