News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩২, ২ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৩১, ২ ফেব্রুয়ারি ২০২০

পরের খেলায় জয়ের আশাবাদ শফিউলের

পরের খেলায় জয়ের আশাবাদ শফিউলের

ঢাকা: তরুণ পেসার আল আমিনের পরিবর্তে বিশ্বকাপে অংশ নিতে দলে যোগ দিয়েছেন জাতীয় দলের অন্যতম সেরা অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম। ৫ মার্চ নেলসনে নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি। তৃতীয় ম্যাচ ভালো না করায় পেসার তাসকিনের পরিবর্তে নিউজিল্যান্ডের বাউন্ড্রি উইকেটে মাঠে দেখা যেতে পারে পেসার শফিউল ইসলামকে।

শনিবার অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডের নেলসনে পৌঁছার পর রোববার অনুশীলন করেছেন ক্রিকেটাররা। প্রথম দিনের অনুশীলন শেষে পেসার শফিউল ইসলাম তার বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তার কথাগুলো নিউজবাংলাদেশ.কম পাঠকদের জন্য তুলে ধরা হলো।

বিশ্বকাপ দলে খেলার সুযোগ পেলেন এখন কেমন লাগছে। ঢাকা থেকে এখানে আসার পর বিশ্বকাপ নিয়ে আপনার পরিকল্পনা কী এমন প্রশ্নে পেসার শফিউল ইসলাম বলেন, ‘ দলে সুযোগ পাওয়ার পর সবাই শুভেচ্ছা জানিয়েছে। ঘরের মাঠে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে যেভাবে খেলেছি, এবারও সেইভাবে দলকে ভালো কিছু দেখাতে চাই।’

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার এখনও সুযোগ আছে বাংলাদেশের। দলের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে শফিউল বলেন, আমরা ভালো খেললে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাব। আমি মনে করি, আমাদের দলের সেই সুযোগ ও সামর্থ্য রয়েছে। আমরা চেষ্টা করবো ভালো করেই দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করা।’

নিজের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি। দলের একাদশে খেলার সুযোগ পেলে অবশ্যই ভালো খেলার চেষ্টা করবো। লাইনে রেখে বল করতে পারলে আমরা সত্যি ভালো কিছু করতে পারবো।’

শফিউল বলেন, বিশ্বকাপে বাংলাদেশের মাত্র দুটি ম্যাচ টার্গেট ছিলো। একটি আফগানিস্তান, অন্যটি স্কটল্যান্ড। প্রথমটিতে জিতেছে, দ্বিতীয় এ ম্যাচটি জিতলেই কোয়াটারফাইনাল খেলা অনেকটাই সহজ হবে।
নিজের অভিজ্ঞতা সম্পর্কে শফিউল বলেন, ‘বাউন্ড্রি উইকেটে খেলা সহজ হবে না। দলের সবাইকে সেরা ক্রিকেট খেলতে হবে। যার যার জায়গা থেকে সেরা ক্রিকেট খেলতে পারলে অবশ্যই ভালো কিছু হবে।’

শ্রীলংকার সাথে হারের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যে ম্যাচ চলে গেছে, সেটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। সামনের ম্যাচ নিয়ে চিন্তা করতে হবে। আমাদের বোলাররা ভালো বল করেছে। বিশেষ করে মাশরাফি ভাই দারুণ করছে। মাশরাফি ভাই ছাড়া দুএকজন হয়তো খারাপ খেলেছে। আশা করছি, সবাই ভালো করবে।’

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়