এই অস্ট্রেলিয়ার দুর্বলতা নেই!
ঢাকা: অকল্যান্ডের ইডেন পার্কে গতি, বাউন্স আর সুইংয়ের প্রদর্শনী সাজিয়ে অস্ট্রেলিয়ার হাড়-লিকলিকে ব্যাটিংয়ের জীর্ণ চেহারাটা বের করে নিয়ে এসেছিলেন ট্রেন্ট বোল্ট-টিম সাউদিরা। কিন্তু বিশ্বকাপ ফাইনালের আগে ভিন্ন এক কথাই শোনাচ্ছেন রিকি পন্টিং। মাইকেল ক্লার্কের দলে কোনো দুর্বলতাই খুঁজে পাচ্ছেন না সাবেক অসি অধিনায়ক।
রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২০১৫ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকেই শিরোপার সবচেয়ে বড় দাবিদার ভাবছেন পন্টিং। ‘দ্য ইয়েলো’দের পঞ্চম শিরোপা জয়কে দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছেন ২০০৭ সালে বিশ্বকাপ জেতা অধিনায়ক। এর জন্য অবশ্য একটা শর্ত আছে। শেন ওয়াটসন, অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারদের নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে। যদিও নিউজিল্যান্ডও যে দুর্বল দল নয় এটাও কবুল করছেন পন্টিং।
শনিবার ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, “এই দুটি দলই বিশ্বকাপ জয়ের জন্য খুবই যোগ্য। কিন্তু যদি আপনি কাগজে-কলমে তাকান কিংবা অস্ট্রেলিয়া দলে দুর্বলতা খোঁজার চেষ্টা করেন তাহলে কোথায় আপনি সে রকম ফুটো বের করবেন সে বিষয়ে নিশ্চিত নই আমি।” অর্থাৎ, পন্টিং এই দলটিতে কোনো দুর্বলতাই খুঁজে পাচ্ছেন না।
কেন সেরকম দাবি তার যুক্তিও দেখাচ্ছেন সাবেক অসি অধিনায়ক। তিনি বলছেন, “অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটিং দুর্দান্ত, নতুন বোলিং অসাধারণ আর অলরাউন্ডারাও বিশ্বসেরা। উপরন্তু খেলা হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। যেখানকার কন্ডিশন তারা খুব ভালোভাবেই জানে। অবশ্য এর অর্থ এই নয় যে নিউজিল্যান্ড বিশ্বকাপ জিততে পারবে না। তারা দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েই ফাইনালে নাম লিখিয়েছে। কিন্তু ঘরের মাঠে অসিরা শিরোপা হাতছাড়া করতে চাইবে না।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম