ভারত-বাংলাদেশ ম্যাচ:
মেলবোর্নে বাংলাদেশিদের বিক্ষোভ
ঢাকা: নয় দিন অতিক্রান্ত হয়েছে। কিন্তু এখনো বাংলাদেশ-ভারত ম্যাচের স্মৃতি ভুলতে পারেননি টাইগার ক্রিকেট ভক্তরা। শনিবার বিশ্বকাপ ফাইনালের একদিন আগেও বিক্ষোভ অব্যাহত রয়েছে বাংলাদেশিদের।
এদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাইরে চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে পাক আম্পায়ার আলিম দারের বিতর্কিত আম্পায়ারিং নিয়ে বিক্ষোভ করেছেন টাইগার ক্রিকেট ভক্তরা।
কারণ পাকিস্তানি সেই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের জন্য নতুন জীবন পান ভারতীয় ওপেনার রোহিত শর্মা। এরপর দ্রুত ব্যাট চালিয়ে সেঞ্চুরিও তুলে নেন, যা ওই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখা দেয়। তাছাড়া মাহমুদউল্লাহ রিয়াদের আউটটি নিয়েও প্রশ্ন রয়েছে তাদের।
এই বিক্ষোভ সমাবেশে অনেক ক্রিকেট ভক্ত আইসিসির কাছে আর্জি তোলেন, আমরা বিশুদ্ধ ক্রিকেট চাই। পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের বিচার চাই।
কিন্তু কেন এই বিক্ষোভ এমন প্রশ্ন তোলা হলে এক বিক্ষোভকারী বলেন, “আমরা মনে করি না যে সেই ম্যাচটা আর দশটা ম্যাচের মতো স্বাভাবিক ছিল। কারণ আম্পায়াররা স্পষ্টতই ভারতের প্রতি পক্ষপাত দেখিয়েছে। আর আইসিসিও টিম ইন্ডিয়াকে সাহায্য করেছে।”
অন্য এক ক্রিকেট ভক্ত বলেন, “সত্যিকার অর্থেই সেদিন বাজে আম্পায়ারিং হয়েছিল। সেদিন রুবেল হোসেনের বলটিকে নো ডাকা সঠিক সিদ্ধান্ত ছিল না। তাছাড়া মাহমুদউল্লাহ রিয়াদের আউটটিও। ক্যাচ ধরার সময় শিখর ধাওয়ানের পা বাউন্ডারি লাইনে লাগানো ছিল। আর কোনো খেলা চলার সময় জায়ান্ট স্ক্রিনে ‘জিতেগা ইন্ডিয়া’ এই স্লোগান বারবার প্রকাশ করাও সঙ্গত নয়।”
সূত্র: সিএনএন, আইবিএন।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে
নিউজবাংলাদেশ.কম