বোলারদের সাহায্যে নতুন আইন করবে আইসিসি?
ঢাকা: শেষ পর্যন্ত ‘বোলার নির্যাতন’ রুখতে নতুন আইন প্রণয়নের কথা ভাবছে আইসিসি। হ্যাঁ, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন তেমন ইঙ্গিতই দিলেন বটে। ফিল্ডিং নিয়েও আইসিসির পরিকল্পনার কথা জানালেন তিনি।
চলতি বিশ্বকাপ ও আধুনিক ক্রিকেটে ছক্কার ফুলঝুরি, ডাবল সেঞ্চুরির হিড়িক এবং ব্যাটসম্যানদের দাপট দেখে রিচার্ডসন জানান, নতুন আইন প্রণয়নে এই অবস্থার অভ্যুদয় হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার মনে হয় ক্রিকেটে নতুন নতুন আইন প্রণয়ন ব্যাটসম্যানদের অনেক সাহায্য করছে। তাছাড়া টি-টোয়েন্টির প্রভাব ব্যাটসম্যানদের আরো আগ্রাসী করে তুলছে।”
তাহলে ক্রিকেটকে আরো বেশি বোলারবান্ধব করতে কী করা যেতে পারে? রিচার্ডসন দাওয়াই, “এজন্য ফিল্ডিং বিধিনিষেধ নিয়ে নতুন করে ভাবতে হবে। ইনিংসের শেষ দশ ওভারে সার্কেলের বাইরে আরো একজন ফিল্ডার বাড়ানো যেতে পারে। হ্যাঁ, অবশ্যই ক্রিকেটের প্রাথমিক যুগে ফিরতে পারবো না আমরা। কিন্তু ব্যাটসম্যানরা যখন সবসময় হিট করতে চায় তখন সার্কেলের বাইরে আরো একজন ফিল্ডার বাড়ানোর আইন ভালো পরিবর্তন হবে।”
প্রসঙ্গত, ক্রিকেটের প্রথম দশ বিশ্বকাপে কোনো ডাবল সেঞ্চুরি দেখেনি বিশ্ব। কিন্তু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ইতোমধ্যেই দু দুটি ডাবল সেঞ্চুরি দেখেছে ক্রীড়ামোদীরা। ক্রিস গেইলের পর মার্টিন গাপটিলও দুই’শয়ের অধিক রান করেন। অন্যদিকে ২০০৭ সালে উইন্ডিজে যেখানে চারজন বোলার ২০টির বেশি উইকেট দখল করেছিলেন, সেখানে এবার কেবলমাত্র ট্রেন্ট বোল্ট এই কীর্তি দেখিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম