শনিবার স্বাধীনতা কাপ হ্যান্ডবল শুরু
ঢাকা: শনিবার থেকে শুরু হচ্ছে স্বাধীনতা কাপ হ্যান্ডবল (পুরুষ-মহিলা) প্রতিযোগিতা। ঢাকা শহিদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী দিনের খেলায় মুখোমুখি হবে (পুরুষ বিভাগে) বাংলাদেশ পুলিশও বাংলাদেশ আনসার।
এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে অংশ নেবে চারটি দল। বাংলাদেশ পুলিশ, বিজিবি, বাংলাদেশ আনসার ও কোয়ান্টাম ফাউন্ডেশন। এছাড়া মহিলা বিভাগে অংশ নেবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ।
শনিবার বিকেল তিনটায় শহিদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম