শচীন যেন অক্টোপাস পল!
ঢাকা: শচীন টেন্ডুলকারকে ‘ক্রিকেটের ঈশ্বর’ বলা হয়। সেটা ক্রিকেটীয় অর্থেই। তবে এবার ভিন্ন একটা প্রতিভাও প্রকাশ করলেন মাস্টার ব্লাস্টার। ক্রিকেটের মহামিলন শুরুর অনেক আগেই ২০১৫ বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট দলের নাম বলেছিলেন শচীন টেন্ডুলকার।
ফেব্রুয়ারিতে লন্ডনে ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শচীনকে জিজ্ঞেস করা হয়েছিল কে এবারের বিশ্বকাপ কে জয় করতে যাচ্ছে? এই প্রশ্নের জবাবে ভারতীয় ক্রিকেটের লিটল জিনিয়াস বলেন, “আমি শিরোপাজয়ী হিসেবে একটি দলের নাম বলতে পারব না। তবে কিছু দলের নাম উল্লেখ করতে পারি। যেমন ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড (ডার্কহর্স)।”
শুধু সেমির লাইনআপই নয়, ৪১ বছর বয়সী সাবেক ক্রিকেটার বিশ্বকাপে ইংল্যান্ড কেমন পারফর্ম করে তা নিয়েও সংশয় প্রকাশ করেছিল। তিনি বলেছিলেন, “যে কোনো কিছুই ঘটতে পারে। তবে ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্ম নিয়ে ভালো কিছু সম্ভব নয়।” এরপর ইংল্যান্ড সেমিতে নাম লেখাবে কিনা এমন প্রশ্নে শচীনের জবাব, আমার মনে হয়না।
২০১০ সালের ফুটবল বিশ্বকাপের আগে জার্মান অক্টোপাস পল ঠিক ঠিক ভবিষ্যৎবাণী করে চারদিকে আলোড়ন তুলেছিল। ওই অক্টোপাসটি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছিল যে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ফুটবল। আর সেই দলটি হচ্ছে স্পেন। তাছাড়া জার্মানি যে ভিসেন্ত দেল বস্কের লা রোজাদের কাছে হারবে তাও ভবিষ্যতবাণী করেছিল পল। ফলে অনেক ভক্ত শচীনকে ‘অক্টোপাস পল’-এর সঙ্গে তুলনা করছেন।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম