ধোনিদের জন্য জিভ কাটলেন তরুণ
ঢাকা: আবেগের দুনিয়াটাই এমন।
সেখানে যুক্তির মূল্য খুব সামান্যই। সুধাকর তেমন প্রজাতিরই একজন ব্যক্তি। যিনি ভারতের জয় চেয়ে ভগবানের কাছে নিজের জিভটাকেই বিসর্জন দিয়েছেন। যদিও তাতে শেষরক্ষা হয়নি মহেন্দ্র ধোনিদের। হলুদ সমুদ্রে সর্ষেফুল দেখে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে টিম ইন্ডিয়া।
গতকাল বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল চলার সময় প্রিয় দলের জয় প্রত্যাশা করে তামিল নাড়ু প্রদেশের ভেলোর জেলার ভারতীয় সমর্থক সুধকার নিজের জিভকে বিসর্জন দেন। ঘটনার সূত্রপাত অসিদের প্রথম ইনিংসের পর।
যখন টস জিতে ৩২৮ রানের পাহাড় গড়ে মাইকেল ক্লার্ক বাহিনী। এই অবস্থায় ভারতের জয় নিয়ে শঙ্কায় পড়ে ভগবানের হস্তক্ষেপ কামনায় মর্মান্তিক ঘটনার জন্ম দেন ওই যুবক। পরে তার আত্মীয়স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নেয়। এখন মোটামুটি সুস্থ আছেন সুধাকর।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম