News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩১, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৪, ১৮ জানুয়ারি ২০২০

বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে ওয়াকারের রিপোর্ট

বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে ওয়াকারের রিপোর্ট

ঢাকা: তারা অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিল ১৯৯২ সালের রঙিন স্মৃতি নিয়ে। কিন্তু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই আটকা পড়ে পাকিস্তান। মিসবাহ উল হকের দলের জন্য এই ফলাফল এক প্রকার ‘ব্যর্থতা’ই। বৃহস্পতিবার এই বিষয়টি নিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিকট প্রতিবেদন জমা দিয়েছেন দলটির প্রধান কোচ ওয়াকার ইউনিস।

ওই প্রতিবেদনে ভবিষ্যতের পাকিস্তান দলের জন্য পাওয়ার হিটার খুঁজে বের করতে পিসিবিকে তাগাদা দিয়েছেন ওয়াকার। যারা স্বভাবসুলভ শট খেলতে পারেন। তাছাড়া ক্রিকেটের সর্বোচ্চ আসরে কিছু ক্রিকেটারের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক কিংবদন্তি পেসার। অধিনায়ক ইস্যুতেও গুরুত্বপূর্ণ একটি মত দিয়েছেন পাক কোচ। ওয়াকারের চাওয়া, আগামীর পাকিস্তান অধিনায়ক তরুণদের মধ্য থেকেই বেছে নেয়া হোক।

২০১৫ বিশ্বকাপে শেষ আটের দ্বৈরথে অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে পাকিস্তান। দলটি গ্রুপ পর্বে চারটি ম্যাচ জিতেছিল, আর হেরেছিল দুটিতে। সেই দুটি হার ওয়েস্ট ইন্ডিজ ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।

নিউজবাংলাদেশ.কম/এফকে  

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়