১০ দলের পরিকল্পনায় অনড় আইসিসি!
ঢাকা: চলতি বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছে আইসিসির সহযোগী দেশগুলো। রঙিন স্বপ্ন দেখিয়েছে আয়ারল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ড। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও অন্যান্যদের থেকে খুব বেশি পিছিয়ে ছিল না। কিন্তু তারপরও আপাতত নিজেদের পরিকল্পনা থেকে সরছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ডে ২০১৯ সালে ১০ দলের বিশ্বকাপ আয়োজনে প্রত্যয়ী সংস্থাটির প্রধান কর্মকর্তা।
আগামী বিশ্বকাপে ১৪ থেকে দলের সংখ্যা কী ৪টি কমছে? তড়িঘড়ি করে সহযোগী দেশগুলোকে কী বিশ্ব আসর থেকে তাড়িয়ে দেয়া হচ্ছে? একাদশতম বিশ্বকাপ আসর মাঠে গড়ানোর আগে থেকেই এই বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়। টুর্নামেন্ট চলাকালে সেটা আরো বেশি মাত্রিকতা পায় আইরিশ রূপকথা আর আফগানদের দাঁতাল লড়াইয়ে। সেজন্য বৃহস্পতিবার বিশ্বকাপে দল কমানোর সেই বিষয়টি কানে তোলা হয়েছিল আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসনের। কিন্তু বিষয়টি নিয়ে আগের মতোই অনুদার বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রধান ব্যক্তি।
এদিন রিচার্ডসন বলেন, “এখনো বিষয়টি পুরোপুরি চূড়ান্ত নয়। পরের বছর এই সিদ্ধান্তটি পুর্নবিবেচনা করা হবে। কিন্তু আমার মনে হয়না তাতে ভিন্ন কোনো ফল আসবে।” ক্রিকেটযজ্ঞে বাছাই পর্বের মতো বিষয়ের আমদানি যে টুর্নামেন্টটির মান বাড়াবে সে বিষয়েও নিঃসন্দেহ আইসিসি। বাণিজ্যিক বিভিন্ন বিধিনিষেধের কারণেই বিকল্প এই ভাবনার পথে হাঁটছে আইসিসি সেটাও পরিষ্কার করেন রিচার্ডসন। যদিও সহযোগী দেশগুলোর পারফরম্যান্স নিয়ে দারুণ আশাবাদী তিনি ও আইসিসি উভয়েই।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম