News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৫, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৪, ১৮ জানুয়ারি ২০২০

নেইমার নৈপূণ্যে টানা সাত ব্রাজিলের

নেইমার নৈপূণ্যে টানা সাত ব্রাজিলের

ঢাকা: ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে লজ্জা পাওয়ার পর টানা সপ্তম জয় তুলে নিলো কার্লোস দুঙ্গার প্রশিক্ষণাধীন ব্রাজিল।

বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে করিম বেনজেমার ফ্রান্সের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় তুলে নিয়েছে সেলেসাওরা। গোল করেছেন নেইমার, অস্কার ও লুইস গুস্তাভো।

গত বছরের সেপ্টেম্বরে কলম্বিয়ার বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল নেইমাররা। এরপর একে একে ইকুয়েডর, আর্জেন্টিনা, জাপান, তুরস্ক এবং অস্ট্রিয়াকে ভূপাতিত করে ব্রাজিল। বৃহস্পতিবার পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে সর্বশেষ এই অভিজ্ঞতার সম্মুখীন হলো লেস ব্লুজরা। সেটাও ঘরের মাঠে।

অবশ্য প্যারিসে স্বাগতিক ফ্রান্সের শুরুটা হয়েছিল স্বপ্নের মতোই। খেলার ২১ মিনিটে রাফায়েল ভারানের গোলে প্রথমেই এগিয়ে গিয়েছিল ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধের ৪০ মিনিটে সেই গোল শোধ দেন চেলসি ফরোয়ার্ড অস্কার। আর বিরতি থেকে ফিরে স্কোরশিটে নাম তোলেন নেইমার ও লুইস গুস্তাভো।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়