News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৪, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৫, ১৮ জানুয়ারি ২০২০

অস্ট্রেলিয়ার কাছে বিশ্বচ্যাম্পিয়নদের হোঁচট

অস্ট্রেলিয়ার কাছে বিশ্বচ্যাম্পিয়নদের হোঁচট

ঢাকা: ক্রিকেটের ভরা ভাদর চলছে।

আর মাত্র দুটি ম্যাচ বাদেই ২০১৫ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের হদিশ পাওয়া যাবে। ফলে অনুমিতভাবে বিশ্ব ফুটবল অনেকটা আড়ালেই চলে গেছে এই সময়।

কিন্তু ক্রিকেটের এই বসন্তে মাইকেল ক্লার্করা যখন আরেকটি ফাইনালের প্রস্তুতি সারছেন তখন দারুণ একটি নজির গড়লো অস্ট্রেলিয়ান ফুটবল দল। দাপুটে জার্মানির বিপক্ষে মাঠে নেমে বিশ্বচ্যাম্পিয়নদের ২-২ গোলে আটকে দিয়েছে সকারুজরা।

বুধবার দক্ষিণ পশ্চিমের কাইসারর্সলেটানে ম্যাচ শুরুর আগেই জার্মানির বর্ষসেরা ফুটবলারের খেতাব পেলেন টনি ক্রুস। কিন্তু ম্যাচের স্মৃতিই মোটেই সুখকর হল না তার জন্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে নেমে তার দল ২-২ আটকে পড়লো।

ম্যাচের ১৭ মিনিটে সামি খেদিরার বাড়ানো পাসে মার্কো রেউস জার্মানিকে এগিয়ে দেন। ম্যাচের ৪০ মিনিটে হলুদ জার্সিধারীদের সমতায় ফেরান স্ট্রাইকার জেমস ট্রোইসি। প্রথমার্ধে ১-১ স্কোরলাইনে শেষ হয় খেলা।

এরপর বিরতি থেকে ফিরে খেলার ৫০ মিনিটে মিলি জেডিনাকের গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। অসাধারণ গোল করে দলকে এগিয়ে দেন তিনি। দেখাচ্ছিলেন অবিশ্বাস্য এক জয়ের স্বপ্নও। কিন্তু ৮১ মিনিটে জোয়াকিম লোর মুখরক্ষা করেন লুকাস পোডলস্কি।

আন্দ্রে শুরলের বাড়ানো পাসে জার্মানিকে অসম্মান থেকে বাঁচান ইন্টার মিলান স্ট্রাইকার। বুধবারসীয় দ্বৈরথে বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে পাল্লা দিয়েই লড়লো অস্ট্রেলিয়া। যা থেকে মনে হচ্ছে ফুটবলের আন্তর্জাতিক আঙ্গিনায় ধীরেধীরে নিজেদের জান চেনাতে শুরু করছে অসিরা।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়