অস্ট্রেলিয়ার অনন্য নজির
ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে দলীয় বিবেচনায় এক ইনিংসে সবচেয় বেশি রান সংগ্রহের অনন্য নজির গড়লো অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২০১৫ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৭ উইকেটে ৩২৮ রান সংগ্রহ করে মাইকেল ক্লার্ক বাহিনী। যা শেষ চারের খেলায় কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। স্টিফেন স্মিথের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরিতে বড় রানের ভিত পায় ‘দ্য ইয়েলো’রা। তাছাড়া ইনিংস মেরামত করতে ভালো একটা ইনিংস উপহার দেন অসি ওপেনার অ্যারন ফিঞ্চও।
এর আগে চলতি বিশ্বকাপেই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলায় নিউজিল্যান্ড সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল। অকল্যান্ডে ২৯৯ রানের সেই ইনিংসটি এখন তালিকার দুই নাম্বারে নেমে গেছে। ১৯৭৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের সংগ্রহ করা ২৯৩ রান টেবিলের তিন নম্বরে। চারে শ্রীলঙ্কার সংগ্রহ করা ২৮৯ রান। পাঁচে দক্ষিণ আফ্রিকার ২৮১। প্রসঙ্গত, সেমিতে ভারতের সর্বোচ্চ সংগ্রহ ২৭০ রান। ২০০৩ সালে ডারবানে কেনিয়ার বিপক্ষে এই রান করেছিল সৌরভ গাঙ্গুলির ভারত।
সেমিতে সেরা ছয় ইনিংস:
১. অস্ট্রেলিয়া (৩২৮/৭), প্রতিপক্ষ ভারত (সিডনি, ২০১৫)
২. নিউজিল্যান্ড (২৯৯/৬), প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (অকল্যান্ড, ২০১৫)
৩. ওয়েস্ট ইন্ডিজ (২৯৩/৬), প্রতিপক্ষ পাকিস্তান (ওভাল, ১৯৭৯)
৪. শ্রীলঙ্কা (২৮৯/৫), প্রতিপক্ষ নিউজিল্যান্ড (কিংস্টন, ২০০৭)
৫. দক্ষিণ আফ্রিকা (২৮১/৫), প্রতিপক্ষ নিউজিল্যান্ড (অকল্যান্ড, ২০১৫)
৬. ভারত (২৭০/৪), প্রতিপক্ষ কেনিয়া (ডারবান, ২০০৩)
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম