News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪১, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৫, ১৮ জানুয়ারি ২০২০

ভারতকে ৩২৯ রানের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার

ভারতকে ৩২৯ রানের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার

ঢাকা: বিশ্বকাপের দ্বিতীয় রোমাঞ্চকর সেমিফাইনালে ভারতকে জয়ের জন্য ৩২৯ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিজেদের মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩২৮ রান সংগ্রহ করেছে চার বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ফাইনালে উঠতে হলে ভারতকে এ রান টপকাতে হবে।

বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয় অধিনায়ক মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার পক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ। দলীয় ১৫ রানে ওপেনার ডেভিড ওয়ার্নার বিদায় নিলে ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন স্মিথ। ৮৯ বল খেলে ১০০ রান পূর্ণ করে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১০ বাউন্ডারি ও দুই ছক্কায় শত রান পূর্ণ করেন স্মিথ। এরপর ১০৫ রান করে তিনি সাজঘরে ফেরেন।

এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ১৪ বল খেলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে রবিচন্দন অশ্বিনের বলে ক্যাচ আউট হন। ওপেনার অ্যারন ফিঞ্চ দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৮১ রান করে যাদবের বলে ধাওয়ানের হাতে ক্যাচ দেন। শেষ পর্যন্ত শেন ওয়াটসন ২৮, জেমস ফকনার ২১ ও মিশেল জনসনের ২৬ রানের ঝড়ো ইনিংসে সাত উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ৩২৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

ভারতের পক্ষে যাদব ১০ ওভারে ৭২ রানে চারটি শিকার করেন। এছাড়া শর্মা নেন দুটি উইকেট।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়