News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:১০, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪০, ২৩ জানুয়ারি ২০২০

সেঞ্চুরি হাঁকিয়ে সাজঘরে স্মিথ

সেঞ্চুরি হাঁকিয়ে সাজঘরে স্মিথ

ঢাকা: বিশ্বকাপের রোমাঞ্চকর সেমিফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাকিয়ে সাজঘরে ফিরেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ। বৃহস্পতিবার নিজেদের মাঠে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলেন স্মিথ। ৮৯ বল খেলে ১০০ রান পূর্ণ করেনে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থতম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। দশ বাউন্ডারি ও দুই ছক্কায় শত রান পূর্ণ করেন স্মিথ। অস্ট্রেলিয়ার দলীয় রান তখন ৩৩ ওভারে এক উইকেট হারিয়ে ১৮৭ রান।

সেঞ্চুরি হাঁকানোর পর অবশ্য বেশি দূর এগুতে পারেনি অস্ট্রেলিয়ার তরুণ এ ঝড়ো ব্যাটসম্যান। ব্যক্তিগত ১০৫ রানের যাদবের বলে শর্মার হাতে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। স্মিথ আউট হলেও তখনও উইকেটের অন্য প্রান্ত থেকে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছে ওপেনার অ্যারন ফিঞ্চ।

এ প্রতিবেদন খেলা পর্যন্ত ৭৩ রান করে এখনও অপরাজিত আছেন তিনি। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ৪ রান করে ব্যাট করছেন। ৩৪ ওভার শেষে দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান এখন ২০৫।

এর আগে নিজেদের মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়