টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
ঢাকা: বিশ্বকাপের দ্বিতীয় রেমাঞ্চকর সেমিফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২০১৫ বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দুইবারের শিরোপাধারী ভারত।
১৯৮৩ সালে বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল দল দুটি। ক্রিকেটের সর্বোচ্চ আসরে দুই দলের মধ্যে এটি ১১তম দ্বৈরথ। যার মধ্যে ৭-৩ ব্যবধানে এগিয়ে অসিরা। পরিসংখ্যানের টেবিলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। যদিও একটি ক্ষেত্রে দুই দলই একই বিন্দুতে। ভাগ্যের খেলা টসে দু দলই সমান পাঁচ বার করে জিতেছে।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, ব্রাড হাডিন (উইকেটরক্ষক), মিশেল জনসন, মিশেল স্টার্ক ও জোস হ্যাজলউড।
ভারত একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র ধোনি (অধিনায়ক), রবিন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, মোহাম্মদ সামি, মুহিত শর্মা, ইশান্ত শর্মা ও উমেশ যাদব।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম