News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৮, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৩, ১৮ জানুয়ারি ২০২০

সিডনিতে বৃহস্পতিবার বাংলাদেশিদের প্রতিবাদ সমাবেশ

সিডনিতে বৃহস্পতিবার বাংলাদেশিদের প্রতিবাদ সমাবেশ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের সঙ্গে খেলায় বাংলাদেশের বিপক্ষে অন্যায়ভাবে একাধিক বাজে সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা। ক্রিকেটের কালো বাণিজ্যিকিকরণের স্বার্থে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষ নিয়েছে আইসিসি! করা হয়েছে অনৈতিক আম্পায়ারিং। এসব দুর্নীতির প্রতিবাদে আগামী বৃহস্পতিবারের সেমি ফাইনালের আগে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) বাইরে এক প্রতিবাদ সমাবেশে আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত এসসিজির ড্রাইভার এভিনিউতে টাইগার্স সাপোর্টার্স অফ অস্ট্রেলিয়ার উদ্যোগে চলবে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারী বুধবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে এ প্রসঙ্গে বলেন, “আমাদের সঙ্গে থাকবে কিছু প্রতিবাদী প্ল্যাকার্ড। দেশের প্রতি দায়িত্ববোধ-ভালোবাসা থেকে এই প্রতিবাদে সামিল হোন। আপনাদের সঙ্গে প্ল্যাকার্ড কিংবা মেলবোর্নের কোয়ার্টার ফাইনাল খেলার অন্যায় সিদ্ধান্তের ছবি প্রিন্ট করে আনতে পারেন। কিছু না আনলেও অন্তত বাংলাদেশের জার্সি পরে আসবেন। সঙ্গে রাখুন আমাদের অহংকার বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা। মনে রাখবেন আমাদের প্রতিবাদ হবে শান্তিপূর্ণ। জয় বাংলা, জয় টাইগার্স। সত্যের জয় অনিবার্য।”

নিউজবাংলাদেশ.কম/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়