News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২১, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৫, ১৮ জানুয়ারি ২০২০

যেখানে একই বিন্দুতে ভারত-অস্ট্রেলিয়া

যেখানে একই বিন্দুতে ভারত-অস্ট্রেলিয়া

ঢাকা: বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২০১৫ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দুইবারের শিরোপাধারী ভারত।

ক্রিকেটের সর্বোচ্চ আসরে এটা দু দলের ১১তম দ্বৈরথ। ১৯৮৩ সালে বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল দল দুটি। এরপর হয়ে যাওয়া দশ ম্যাচে ৭-৩ ব্যবধানে এগিয়ে অসিরা। পরিসংখ্যানের টেবিলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। যদিও একটি ক্ষেত্রে দুই দলই একই বিন্দুতে। ভাগ্যের খেলা টসে দু দলই সমান পাঁচ বার করে জিতেছে।

১৯৮৩: টস জিতে ব্যাট নেন কিম হিউজ, ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।

১৯৮৩: টস জিতে ব্যাট নেন কপিল দেব, ম্যাচ জেতে ভারত।

১৯৮৭: টস জিতে ব্যাট নেন কপিল দেব, ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।

১৯৮৭: টস জিতে ফিল্ডিং নেন অ্যালান বোর্ডার, ম্যাচ জেতে ভারত।

১৯৯২: টস জিতে ফিল্ডিং নেন অ্যালান বোর্ডার, ম্যাচ জেতে ভারত।

১৯৯৬: টস জিতে ব্যাট নেন মার্ক টেলর, ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।

১৯৯৯: টস জিতে ফিল্ডিং নেন মোহাম্মদ আজহারউদ্দিন, ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।

২০০৩: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সৌরভ গাঙ্গুলি, ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।

২০০৩: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সৌরভ গাঙ্গুলি, ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।

২০১১: টস জিতে ব্যাট নেন রিকি পন্টিং, ম্যাচ জেতে ভারত।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়