News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০১, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১১, ১৮ জানুয়ারি ২০২০

ফাইনাল খেলেই অবসর নেবেন ভেট্টোরি?

ফাইনাল খেলেই অবসর নেবেন ভেট্টোরি?

ঢাকা: ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে পারেন ‘বুড়ো’ ডেনিয়েল ভেট্টোরি। মঙ্গলবার নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম এমন ইঙ্গিত দেন।

অকল্যান্ডের ইডেন পার্কে দক্ষিণ আফ্রিকা বধের পর ম্যাককুলাম বলেন, “নিউজিল্যান্ডের মাটিতে এটাই সম্ভবত ভেট্টোরির শেষ ম্যাচ। তবে আশার কথা হলো তাকে বিদায় বলতে হাতে আরো এক দিন সময় আছে। ফাইনালে নতুন আরেকটি রূপকথা লিখে ভেট্টোরিকে বিদায় বলার বিরাট সুযোগ রয়েছে আমাদের।”

অকল্যান্ডে জন্ম নেয়া ৩৬ বছর বয়সী ভেট্টোরি তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে দোলাচলের মধ্যে আছেন। কবে চূড়ান্তভাবে বল-ব্যাটকে বিদায় বলবেন তা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে দীর্ঘাদেহী ক্রিকেটারের। যদিও সেই ২০১৪ সাল থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের  (আইপিএল) ফ্রাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচ এই কিউই।

১৮ বছর বয়সে পা দেয়ার এক সপ্তাহ বাদে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষিক্ত হয়েছিলেন ভেট্টোরি। এরপর দেশের হয়ে ১১৩ টেস্ট, ২৯৪ ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাটে সব মিলিয়ে উইকেট দখল করেছেন ৭০৫টি।

প্রসঙ্গত, ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন ভেট্টোরি। যিনি ওয়ানডে ক্রিকেটে ব্লাক ক্যাপসদের শীর্ষ উইকেট শিকারী, টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ।

রিচার্ড হ্যাডলি, ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব, শন পলক, চামিন্ডা ভাস ও শেন ওয়ার্ন ছাড়া তিনি ক্রিকেটের অস্টম খেলোয়াড় যার দখলে একই সাথে ৩ হাজারের বেশি রান ও ৩০০ উইকেট রয়েছে।  

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়