‘নিষিদ্ধ হওয়া উচিত রোনালদোর’
ঢাকা: স্প্যানিশ লা লিগার সভাপতি জাভিয়ের তেবাসের অভিমত, রোববারের এল ক্লাসিকোতে ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘উসকানিমূলক’ গোল উদযাপনের জন্য পর্তুগিজ ফরোয়ার্ডকে জরিমানা কিংবা নিষিদ্ধ করা উচিত। কেননা লক্ষ্যভেদের আনন্দে বার্সেলোনা ভক্তদের আঘাত করেছেন সিআরসেভেন।
বুধবার এক সাক্ষাৎকারে এলএফপি প্রধান জানান, একজন খেলোয়াড়ের কখনোই প্রতিপক্ষ দলের সমর্থকদের আক্রমণ করা উচিত নয়। তিনি বলেন, “গোল করার পর একজন ফুটবলারকে অবশ্যই উসকানিমূলক অঙ্গভঙ্গি ও আচরণ থেকে সতর্ক থাকতে হবে। কেননা এটা দর্শকদের মধ্যে সংঘর্ষ বাধিয়ে দিতে পারে। আর এর জন্য অবশ্যই একজন খেলোয়াড়কে জরিমানা কিংবা নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে।”
এখন ন্যু ক্যাম্পে উসকানিমূলক গোল উদযাপনের জন্য স্প্যানিশ লা লিগার কমিটি যদি রোনালদোকে এক ম্যাচ নিষিদ্ধ করে তাহলে আন্তর্জাতিক বিরতির পর গ্রানাডার বিপক্ষে মাঠে নামতে পারবেন না ফিফা বর্ষসেরা ফুটবলার। আর সাজা যদি আরো তীব্র হয় তাহলে রায়ো ভায়োকানো ও এইবারের বিপক্ষেও মাঠে নামা হবে না পর্তুগাল ফুটবল দলের অধিনায়কের।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম