অ্যাঞ্জেল ডি মারিয়াকে চাইছে বার্সা
ঢাকা: ইপিএলের ইতিহাসে রেকর্ড ট্রান্সফার গড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে আলো কাড়তে পারেননি আর্জেন্টাইন উইঙ্গার। কোচের সুদৃষ্টিও হারিয়েছেন ইতোমধ্যেই। ফলে নতুন ক্লাবের খোঁজে আকাশী-সাদাদের ‘জিরো জিরো সেভেন’।
এই সুযোগটা কাজে লাগাতে চাইছে বার্সেলোনা। পিছিয়ে নেই ফ্রান্স চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনও (পিএসজি)। আসছে গ্রীষ্মে দুই দলই সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে নিজেদের পতাকাতলে ভেড়াতে চাইছে।
গেল মৌসুমে সান্টিয়াগো বার্নাব্যু থেকে ম্যানইউতে নাম লেখান ২৭ বছর বয়সী অ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু নতুন ক্লাবে ক্যারিয়ারের শুরু থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে মানিয়ে নিতে সংগ্রাম করছেন আর্জেন্টাইন ফুটবলার। এরই প্রেক্ষিতেই নাকি দলবদলের কথা ভাবা শুরু করেছেন সাবেক পোর্তো তারকা।
এই বিষয়টি অনেকটা পরিষ্কার হয় স্পেনের ‘ফিচাজেস’ পত্রিকার প্রতিবেদনে। পত্রিকাটি দাবি করে, এই মৌসুমের শেষে কাতালন ও প্যারিসের দুই জায়ান্ট বার্সা ও পিএসজি ডি মারিয়ার পেছনে ছুটবে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় ৪৭ মিলিয়ন পাউন্ডে আর্জেন্টাইন তারকাকে বিক্রি করতে প্রস্তুত রেড ডেভিলরা। যদিও তারা তাকে আরো ১০ মিলিয়ন বেশি দিয়ে ক্রয় করেছিল।
পরে বিষয়টি আরো রঙ পায় ম্যানইউ বস লুইস ভন গলের কথায়। ডি মারিয়াকে বিক্রি করা হবে কিনা এই প্রশ্নে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ডাচ টেকটিশিয়ান। তিনি বলেন, “যখন আপনারা আমার ইতিহাস বিশ্লেষণ করবেন তখন দেখবেন এটা আমার দর্শনের সাথে সম্পর্কিত।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম