News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৯, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫৩, ১৮ জানুয়ারি ২০২০

৩০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ তিন উইকেটে ১৩০

৩০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ তিন উইকেটে ১৩০

ঢাকা: দক্ষিণ আফ্রিকার শিবিরে শুরুতেই জোড়া আঘাত হেনেছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে দলীয় ৩১ রানে দুই ওপেনারকে হারিয়ে সতর্কতার সঙ্গে ধীর গতিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৩০ ওভারে তিন উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৩০ রান। ক্রিজে আছেন ফাফ ডু প্লেসিস ৪৮ ও এবি ডি ভিলিয়ার্স ১০ রানে।

দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে ওপেনার হাশিম আমলা ব্যক্তিগত ১৯ রান করে ট্রেন্ট বোল্টের বলে সরাসরি বোল্ড হন। দলীয় রান তখন ৩.৪ ওভারে মাত্র ২১। এরপর দলীয় ৩১ রানের মাথায় ট্রেন্ট বোল্ডের বলে কুইন্টন ডি কুক মাত্র ১৪ রান করে দাউদির হাতে ক্যাচ দেন। দলীয় ২৭তম ওভারের প্রথম বলে অ্যান্ডারসনের বলে গাপটিলের হাতে ক্যাচ দেন রিলে রুশো (৩৯)।

এর আগে মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবিডি ভিলিয়ার্স।

বিশ্বকাপে বরাবরই নকআউট পর্বের ফাড়া কাটাতে ব্যর্থ হয়েছে প্রোটিয়ারা। এ কারণে কপালে জুটেছে ‘চোকার’ উপাধি। এবার তাই ‘চোকার’ নাম ঘুচাতে চান ডি ভিলিয়ার্স-আমলা বাহিনী। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা স্বাগতিক নিউজিল্যান্ড কি তাদের সেই স্বপ্ন পূরণ করতে দেবে?

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়