News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪২, ১ মার্চ ২০১৫
আপডেট: ০৬:০৯, ২ ফেব্রুয়ারি ২০২০

অবশেষে বিশ্বকাপে পাকিস্তানের জয়

অবশেষে বিশ্বকাপে পাকিস্তানের জয়

ঢাকা: বিশ্বকাপের অন্যতম সেরা ক্রিকেট দল পাকিস্তান। সেই দলটি নিজেদের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৭৬ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আরও বড় ব্যবধানে হারে। টানা দুই হারের কারণে তাদের ক্রিকেট ভক্তরা ধরেই নিয়েছিলো পাকিস্তান জিততে ভুলে গেছে।

অবশেষে বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে খাদের কিনারায় চলে যাওয়া পাকিস্তান নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেল। রোববার ব্রিসবেনে স্বস্তি ফিরে পেয়েছে পাকিস্তান। অবশ্য বিশ্বকাপের দুর্বল দল জিম্বাবুয়ের বিপক্ষে জিততে কঠিন লড়াই করতে হয়েছে পাকবাহিনীর। ম্যাচে পাকিস্তান জিতেছে মাত্র ২০ রানে।

পাকিস্তানের সাত উইকেটে করা মাত্র ২৩৫ রানের জবাবে ৪৯.৪ ওভারে ২১৫ রানে অল আউট হয়েছে জিম্বাবুয়ে। ওয়াহার রিয়াজের অলরাউন্ডার পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন। তিনি বল হাতে একাই চার উইকেট এবং ব্যাট হাতে করেন অপরাজিত ৫৪ রান।

পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ৯ রান করে মোহাম্মদ ইরফানের বলে হারিস সোহেলের হাতে ক্যাচ দেন ওপেনার চামু চিবাবা। দলীয় ২২ রানের মাথায় ৮ রান করে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা।

তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন মাসাকাদজা ও টেইলর। এই জুটিতে জিম্বাবুয়ের সংগ্রহ হয় ৫২ রান। দলীয় ৭৪ রানের মাথায় জিম্বাবুয়ের তৃতীয় উইকেট হারায়। মাসাকাদজা ২৫ রান করে আউট হলেও ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক হাঁকিয়ে আউট হন ব্রেন্ডন টেইলর। ওয়াহাব রিয়াজের বলে উইকেটরক্ষক উমর আকমলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

এছাড়া জিম্বাবুয়ের পক্ষে চিগুম্বুরা অবশ্য করেন ৩৫ বলে ৩৫ রান। খেলা শেষ মুহূর্তে বেশ জমে উঠেছিল। কিন্তু জিম্বাবুয়ের সেই চেষ্টা সফল হয়নি। শেষ পযর্ন্ত ২১৫ রানে অলআউট হয় তারা। এই দিন পাকিস্তানের পক্ষে পেসার মোহাম্মদ ইরফান ১০ ওভার বল করে ৩০ রান দিয়ে চার উইকেট শিকার করেন। এছাড়া ওয়াহাব রিয়াজ চারটি ও রাহাত আলী নেন একটি উইকেট।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় ৪ রান তুলতেই দুই উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন হারিস সোহেল-মিসবাহ। এ জুটিতে তাদের সংগ্র ৫৪ রান। সিকান্দার রাজার বলে সাজঘরে ফেরার আগে হারিস করেন ২৭ রান।

এরপর উমর আকমলকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মিসবাহ। উইলিয়ামসের বলে আকমল ৩৩ রান করে আউট হলে আরও বিপদে পরে তারা। এরপর মাত্র ২৮ রানের ব্যবধানে তিন উইকেট হারায় পাকিস্তান। শেষ পযর্ন্ত পাক অধিনায়ক মিসবাহ উল হকের ১২১ বলে ৭৩ রানের ইনিংসের পর ওয়াহার রিয়াজের ৪৬ বলে করা ৫৪ রানের ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ২৩৫ রান। জিম্বাবুয়ের পক্ষে চাতারা সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। এছাড়া উইলিয়ামস দুটি, সিকান্দার রাজা ও মুপারিয়া একটি করে উইকেট নেন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়