‘সেমিতে স্লেজিং নিয়ন্ত্রণ সম্ভব নয়’
ঢাকা: ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল বলে কথা!
উত্তেজনা আর আবেগে থরথর করে কেঁপে উঠবে গোটা গ্যালারি। উন্মতাল হবে দর্শকরা। গগনবিদারী চিৎকার উঠবে ভেন্যুর স্টান্ডগুলোয়। তা ছুঁয়ে যাবে ক্রিকেটারদেরও। স্বদেশপ্রেমের একাগ্রতায় হৃদয়ের গলিতে কম্পন উঠবে তাদের। এই অবস্থায় স্লেজিং নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার।
এর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার খেলায় উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছিল পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ও অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসন। ফলশ্রুতিতে আইসিসি তাদের দুজনকেই শাস্তি আরোপ করে এবং ম্যাচ ফি’র একটি নির্দিষ্ট অংশ কেটে নেয়। কিন্তু এতোকিছুর পরেও আগামী ২৬ মার্চ ভারত ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে স্লেজিং প্রত্যাশা করছেন জেমস ফকনার।
সোমবার এক সাক্ষাৎকারে ফকনার বলেন, “ক্রিকেট খেলাতে স্লেজিংয়ের অস্তিত্ব খুবই সাধারণ একটি ঘটনা। আর সেমিফাইনালের মতো বড় ম্যাচে এটা আরো বেশি স্বাভাবিক। কারণ সেখানে তীব্র উত্তেজনা আর স্নায়ুক্ষয়ী মুহূর্ত থাকে। সুতরাং আমার বিশ্বাস অস্ট্রেলিয়া ও ভারত ম্যাচটিতে কঠিন কিছু মুহূর্তই অপেক্ষা করছে। সেটা দু দলের জন্যই। এর প্রধান কারণ কোনো দলই মাঝপথে হাল ছেড়ে দেবে না।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম