News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৫, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫০, ১৪ ফেব্রুয়ারি ২০২০

‘প্রোটিয়াদের কেউ থামাতে পারবে না’

‘প্রোটিয়াদের কেউ থামাতে পারবে না’

ঢাকা: বছরের পর বছর ধরে ‘চোকার্স’ তকমা বয়ে বেড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপ ‍টুর্নামেন্টে বারবার ব্যর্থ হয়েই এমন উপাধি লাভ করে প্রোটিয়ারা। কিন্তু গায়ের সঙ্গে সেটে যাওয়া বিব্রতকম খেতাবটা মুছে ফেলতে এবার খুব বদ্ধপরিকর মনে হচ্ছে এবি ডি ভিলিয়ার্সকে। সোমবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হুঙ্কার ছুঁড়েন, এবার কেউ থামাতে পারবে না আমাদের।

অকল্যান্ডে ২০১৫ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের আগের দিনের সংবাদ সম্মেলনে ডি ভিলিয়ার্স বলেন, “এবার অনেক আত্মবিশ্বাসী আমরা। আসলে এর পেছনে অনেক কারণও আছে। যদি আমরা পুরো সামর্থ্য দিয়ে খেলতে পারি তাহলে কেউ আমাদের বিশ্বকাপ জয় থেকে দূরে রাখতে পারবে না।” যদিও পরিসংখ্যানের ইটবালি দক্ষিণ আফ্রিকার আশা-আকাঙ্ক্ষায় জলই ঢেলে দেবে। কারণ, দুই দলের ৬ দ্বৈরথে চার বার বিজিত দলের নাম নিউজিল্যান্ড।

অবশ্য পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে খুব বেশি রাজি নন ডি ভিলিয়ার্স। প্রোটিয়া অধিনায়ক বলছেন, “সত্যি কথা বলতে পুরনো সেসব ইতিহাস নিয়ে মাথা ঘামাতে রাজি নই আমি। হ্যাঁ, অতীতে বিশ্বকাপে অনেক উত্থান-পতন আছে আমাদের। কিন্তু মঙ্গলবারের সেমিফাইনালের আগে আমরা পুরো প্রস্তুত। ফ্রেশও লাগছে নিজেদের।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়