News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৬, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৫, ১৮ জানুয়ারি ২০২০

রান তাড়ায় দুর্বল নিউজিল্যান্ড!

রান তাড়ায় দুর্বল নিউজিল্যান্ড!

ঢাকা: এই নিউজিল্যান্ড মনোমুগ্ধকর। এই নিউজিল্যান্ড বিধ্বংসী।

চলতি বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে সহসা কেউ ব্রেন্ডন ম্যাককুলামের নেতৃত্বাধীন দলটির খুঁতই খুঁজে পাচ্ছেন না। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ ওই দলে নন। সাবেক প্রোটিয়া ব্যাটসম্যানের বিবেচনায়, রান তাড়ায় দুর্বলতা আছে নিউজ্যিলান্ডের।

মঙ্গলবার ২০১৫ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে মহাকাঙ্ক্ষিত সেই দ্বৈরথের আগে দুই সেমিফাইনালিস্টকে নিয়ে নিজের লেখা কলামে স্মিথ লিখেন, “নিউজিল্যান্ড গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে। তাদের পরিকল্পনাকে দারুণভাবে বাস্তবায়ন করেছে। যদিও স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে রান তাড়ায় কিছুটা দুর্বলতা প্রকাশ পেয়েছে তাদের।”

সংযুক্তি হিসেবে স্মিথ আরো উল্লেখ করেন, “টুর্নামেন্টের প্রথমদিকে মনে হয়েছিল নিউজিল্যান্ডের ব্যাটিং ডিপার্টমেন্ট ব্রেন্ডন ম্যাককুলাম ও কেন উইলিয়ামসনের ওপর অতিরিক্ত নির্ভরশীল। কিন্তু পরে তাদের টপ ও মিডল অর্ডারের প্রত্যেকেই নিজেদের সামর্থ্য দেখিয়েছে। যা খুবই ভয়ংকর। তবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সহ-আয়োজকদের পরে ব্যাটিং করাকে একটা দুর্বলতা হিসেবে ধরে পরিকল্পনা আটতে পারে।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়