নেলসনে টাইগারদের স্কটিশ বধের প্রস্তুতি
ঢাকা: আইসিসির ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে নিজেদের প্রথম তিন ম্যাচ শেষে নিউজিল্যান্ডের উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নেলসনে মাশরাফিদের এবার মিশন স্কটল্যান্ড। তাসমান সাগরের তীরবর্তী শহর নিউজিল্যান্ডের নেলসন। পাহাড় আর সবুজের অরণ্যে বেষ্টিত সেক্সটন ওভাল। সেখানেই অনুষ্ঠিত হবে টাইগারদের পরবর্তি ম্যাচ।
আইসিসির ক্রিকেট বিশ্বকাপের জন্য বাছাই করা নিউজিল্যান্ডের যে কয়েকটি ভেন্যু সবগুলোই সবুজে ঘেরা। বাংলাদেশের ক্রিকেটাররা এখানে প্রথমবার পা রেখেছে। চারদিকে এক রাশ সবুজের অরণ্যের ঘেরা সেক্সটন ওভাল। এ সহরের হোটেল রাদারফোর্ডে উঠেছেন মাশরাফি-সাকিবরা।
বিশ্বকাপের কোয়ার্টারের স্বপ্ন পূরণ করতে হলে এখানেই স্কটল্যান্ডের বিপক্ষে জিততে হবে টাইগারদের। আগামী ৫ মার্চ এ মাঠেই বাংলাদেশ সময় ভোর ৪টায় স্কটিশদের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। যে ম্যাচটি বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’ অর্থাৎ বাঁচা মরার লড়াই ম্যাচটি।
মাঠের উইকেটগুলো সবুজ ও বাউন্সি হবে। তার চেয়েও বড় কথা, স্কটল্যান্ড বাংলাদেশের সামনে অপরিচিতি মুখ। সুতরাং, সেভাবেই প্রস্তুতি হতে হবে বাংলাদেশকে। শনিবার অস্ট্রেলিয়া থেকে নেলসনে পৌঁছার পরদিন, (রোববার ) সেক্সটন ওভালে কঠোর অনুশীলন করেছে মাশরাফিরা।
তবে অনুশীলনের প্রথম দিন আজ শুধু জিমনেশিয়ামেই সময় কাটিয়েছে ক্রিকেটাররা। ব্যাট বলে কঠোর অনুশীলন শুরু হবে ২ মার্চ থেকে। নেলসনে হবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের স্কিল অনুশীলন।
এর আগে অস্ট্রেলিয়াতে বাংলাদেশের প্রথম তিন ম্যাচ খেলেছে। নিজেদের প্রথম ম্যাচে ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে মাশরাফি-সাকিবরা। এরপর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়াতে এক পয়েন্ট পায় বাংলাদেশ। সর্বশেষ নিজেদের তৃতীয় ম্যাচে মেলবোর্নে শ্রীলংকার সাথে বাজে ফিল্ডিংয়ে কারণে ৯২ রানে হারে মাশরাফিররা।
বিশ্বকাপে তিন ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ দল। চার খেলায় ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। সমান খেলায় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলংকা। এছাড়া শক্তিশালী স্বাগতিক অস্ট্রেলিয়া তিন খেলায় পয়েন্ট তিন। এছাড়া আফগানিস্তান ও ইংল্যান্ডের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট।
নিউজবাংলাদেশডটকম/ এসএস/ এমএম
নিউজবাংলাদেশ.কম