‘এল ক্লাসিকো’তে বার্সেলোনার কাছে হারল রিয়াল
ঢাকা: ‘এল ক্লাসিকো’তে চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার হয়ে খেলার ১৯ মিনিটে জেরেমি এবং ৫৬ মিনিটে সুয়ারেজ গোল করে দলকে এগিয়ে নেন। আর রিয়ালের হয়ে ৩১ মিনিটে একমাত্র গোলটি করেন ক্রিশ্চিয়ানে রোনালদো।
রবিবার বাংলাদেশ সময় রাত ২টায় ফিরতি লেগে মুখোমুখি হয় বার্সা-রিয়াল। বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়ালকে আতিথ্য দিয়ে স্বাগতিক হিসেবে খেলতে নামে কাতালানরা। চলতি মৌসুমের কোপা দেল রে’র ফাইনালে উঠেছে বার্সেলোনা। লা লিগার আসরেও রয়েছে শীর্ষস্থানে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিটও নিশ্চিত করেছে তারা।
খেলার ১৯ মিনিটে মেসির করা বাম পায়ের কিক থেকে জোরালো হেডের মাধ্যমে রিয়ালের জালে বল পাঠান জেরেমি। এরপর গোল শোধের নেশায় আক্রমণের পর পর আক্রমণ শুরু করে রিয়াল। শেষ পর্যন্ত ৩১ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। অবশ্য ৪০ মিনিটে আরো একটি গোল করেছিল রোনালদো, তবে রেফারির চোখে তা অফ সাইড হিসেবে ধরা দেয়।
সুয়ারেজের গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণ পাল্টা আক্রমণে খেলার উত্তেজনা বাড়লেও কোনো পক্ষই আর গোলের দেখা পায়নি। ফলে ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে মেসি-নেইমারের বার্সেলোনা। পুরো ম্যাচে বেশ কয়েকটি ফাউল হয়েছে। অবশ্য শাস্তিস্বরূপ রেফারি ১১টি হলুদ কার্ড দেখিয়েছে উভয় দলের খেলোয়াড়দের।
প্রথম লেগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে হেরেছিল বার্সা। রিয়ালের ঘরের মাঠে সে ম্যাচের মধ্য দিয়ে অভিষেক ঘটেছিল উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজের।
লা লিগার পয়েন্ট টেবিলে ২৭ ম্যাচ খেলে সর্বোচ্চ ৬৫ পয়েন্ট অর্জন করেছে বার্সেলোনা। ২১ জয়ের পাশাপাশি দুটি ড্র আর চারটি পরাজয় রয়েছে বার্সার শিবিরে। অন্যদিকে সমান ম্যাচ খেলা রিয়ালের জয় বার্সার সমান। তবে ৫টি ম্যাচ পরাজয়ের সঙ্গে একটি মাত্র ড্রয়ে রিয়ালের অর্জিত পয়েন্ট ৬৪।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম