News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫২, ২২ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৫, ১৮ জানুয়ারি ২০২০

‘ম্যারি মি রুবেল’

‘ম্যারি মি রুবেল’

ঢাকা: টাইগারদের বরণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢল নেমেছিলো সমর্থকদের।

রোববার টাইগারদের সমর্থন জানাতে বিভিন্ন এলাকা থেকে ফেস্টুন, ব্যানার ও ফুল নিয়ে হাজারো সমর্থক মিছিল নিয়ে ভিড় করেন বিমানবন্দরের সামনে। কিন্তু এদের সবার মধ্যে থেকেও ব্যাতিক্রম ছিলেন এক তরুণী।

অন্য সবার মত তার হাতে প্ল্যাকার্ড থাকলেও সেখানে টাইগারদের শুভেচ্ছা জানানোর বদলে লেখা ছিলো, “MARRY ME RUBEL”। লালসবুজ রঙে লেখা ওই প্ল্যাকার্ডে দেখা মিলেছে ভালোবাসার প্রতীক পাঁচটি হার্টচিহ্নের।

তবে ওই তরুণীর বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। অন্যদিকে জাতীয় দলের ক্রিকেটার পেসার রুবেল হোসেন ওই প্ল্যাকার্ডটি দেখেছেন কি না তাও জানা যায়নি।

প্রসঙ্গত, জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মিরপুর থানায় মামলা দায়ের করেন হ্যাপী। সে মামলায় রুবেলকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে বেরিয়ে বিশ্বকাপে খেলতে যান রুবেল। তবে বিশ্বকাপে রুবেলের দারুণ পারফর্ম্যান্সের পর হ্যাপী জানিয়েছিলেন তিনি আর রুবেলের বিরুদ্ধে মামলা চালিয়ে যেতে চান না। রুবেলকে ক্ষমা করে দিয়েছেন বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়