শ্রীলঙ্কার জয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ
ঢাকা: ওয়েলিংটনে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এই জয়ে সবচেয়ে সুবিধা পেয়েছে কিন্তু বাংলাদেশ! এ কারণেই এই ম্যাচে সবচেয়ে তীক্ষ্ণ নজর ছিল বাংলাদেশের দর্শকদের।
আগের শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে বাংলাদেশের দর্শকদের হতাশ করলেও এবার আর টাইগার ফ্যানদের নিরাশ করেনি সিংহরা। বাংলাদেশের দর্শকদের প্রত্যাশামতই ইংলিশদের রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা।
এ ম্যাচে শ্রীলঙ্কার জয় পরোক্ষভাবে বাংলাদেশকে সহায়তা করছে শেষ আটে যাওয়ায় ক্ষেত্রে। পয়েন্ট টেবিলের হিসাব অনুযায়ী, শ্রীলঙ্কার জয়ে ইংল্যান্ড চলে গেছে ‘ব্যাকফুটে’। এখন ৫ মার্চ স্কটল্যান্ড ও ৯ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে জিতলেই বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত।
সাম্প্রতিক পারফরম্যান্স আর ঘরের মাঠের সুবিধার বিচারে কিউইদের হারানো টাইগারদের জন্য খুব কঠিন বিবেচনায় বাজে পারফর্ম করা ও নড়বড়ে আত্মবিশ্বাসের সুযোগ কাজে লাগিয়ে ৯ মার্চ ইংল্যান্ডকে হারাতেই হবে মাশরাফি বিন মুর্তজার দলের। তাহলেই শেষ আটে যাওয়া নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
আর যদি ইংল্যান্ডের বিপক্ষে হেরেই যায় টাইগাররা তবে তাদের পয়েন্ট হবে ৫ (স্কটল্যান্ডের বিপক্ষে জয়টা ধরে)। সেক্ষেত্রে আফগানিস্তান ব্যতিক্রম কিছু করে না ফেললে কোয়ার্টার ফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত বাংলাদেশের। এখন টাইগারদের প্রথম অপেক্ষা স্কটল্যান্ডের জন্য। প্রত্যাশমত তাদেরকে হারাতে পারলেই শ্রীলঙ্কার দেয়া এই সুযোগের সবটুকু কাজে লাগাতে পারবে বাংলাদেশ।
বাংলামেইল২৪ডটকম/ এসএস/ এমএম
নিউজবাংলাদেশ.কম