রোববার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে
আজই অস্ট্রেলিয়া ছাড়ছে টাইগাররা
ঢাকা: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ মিশন শেষে আজ শনিবার দেশের উদ্দেশে রওয়ানা দিচ্ছে টাইগাররা। বাংলাদেশ সময় বিকাল ৫টায় তারা বিমানে উঠবে। দেশে পৌঁছাবে রোববার সন্ধ্যায়।
অস্ট্রেলিয়া থেকে দুবাই এয়ারলাইন্সে করে ঢাকায় পৌঁছাবেন মাশরাফি-সাকিবরা। টাইগারদেরকে বিমান বন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে আইসিসি-আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে ভারতের কাছে হারে বাংলাদেশ। যে কারণে দেশে ফিরতে হচ্ছে মাশরাফি বাহিনীর।
মাথা উঁচু করেই দেশে ফিরছেন মাশরাফি-সাকিবরা। এবারের বিশ্বকাপে দারুণ ক্রিকেট খেলেছে টিম বাংলাদেশ। বাজে আম্পেয়ারিংয়ের কারণে ভারতের কাছে হারলেও দেশের মানুষ ও বিশ্ববাসীর হৃদয় জিতে নিয়েছেন তাঁরা।
অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে কোয়ার্টার ফাইনালের লক্ষ্যের কথা জানিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। একাদশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন পূরণ হলেও সেমিফাইনালের স্বপ্ন অধরাই থেকে যায় বাংলাদেশের। ১৯ মার্চ ভারতের সঙ্গে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যায় মাশরাফি বাহিনীর বিশ্বকাপ মিশন।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম