News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪১, ২১ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৬, ১৮ জানুয়ারি ২০২০

দানবীয় ব্যাটিংয়ে ‘গাপটিল্যান্ডের’ সংগ্রহ ৩৯৩

দানবীয় ব্যাটিংয়ে ‘গাপটিল্যান্ডের’ সংগ্রহ ৩৯৩

ঢাকা: বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই গেইলের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। এ দিন ওয়েলিংটনে গাপটিল শোর মধ্যে দিয়ে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেটে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ৩৯৩ রান।

একদিনের ক্রিকেটে গেইলের রেকর্ড ছিল ২১৫ রানের। আর আজ গাপটিল করলেন ২৩৭ রানের বিস্ময়কর রেকর্ড।

গাপটিল আজ ওয়েস্টইন্ডিজের সঙ্গে যে দানবীয় ব্যাটিং নৈপূণ্য দেখিয়েছেন, সব কিছু গুঁড়িয়ে তছনছ করে দিয়েছেন, নিউজল্যান্ডকে ছাপিয়ে ব্যক্তি গাপটিল যেভাবে বিস্ময়ের আলো ছড়িয়েছেন, তাতে আজকের জন্য অন্তত নিউজিল্যান্ডকে ‘গাপটিল্যান্ড’ বলাই যায়। ক্রিকেটভক্তরা আজ নিউজিল্যান্ডকে ‘গাপটিল্যান্ড’ বলতেই বেশি আনন্দ পাচ্ছেন।

নিউজিল্যান্ডের ২৮ বছর বয়সী ওপেনার গাপটিল ১৬৩ বল খেলে ২৩৭ রান করে অপরাজিত থেকে ক্রিকেট ইতিহাসে বিশ্বরেকর্ড গড়লেন। নিজেদের মাঠে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন তিনি।

তার বিশ্বরেকর্ডে ২৪টি বাউন্ডারি ও ১১টি ছক্কার মার রয়েছে। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ওয়েলিংটনে চলে গাপটিল শো। ক্যারিবীয়দের সামনে পেয়ে যেন জ্বলে ওঠেন গাপটিল।

১১১ বলে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি করে থামলেনই না। একে একে ক্যারিবীয় বোলারদের বাউন্ডারির বাইরে আছড়ে ফেলে এগিয়ে গেলেন। ১৫২ বল খেলে ২০৩ করে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন মার্টিন গাপটিল। ২৩৭ রানের বিশ্বরেকর্ড গড়ে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি।

এছাড়া নিউজিল্যান্ডের পক্ষে উইলিয়ামসন (৩৩), টেলর (৪২) ও গ্রান্ট ইলিয়ট ২৭ রান করেন। বাকিরা তেমন সুবিধা করতে পারেনি। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেরম টেইলর তিনটি ও আন্দ্রে রাসেল দুটি উইকেট নেন।

এর আগে নিজেরে মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড।

নিউজবাংলাদেশ.কম/এসএস/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়